![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
প্রিয় ধূসরলোচনা,
পরিত্যক্ত ঠিকানায় কোন এক প্রিয়সীর চিঠি আসবে ভাবিনি আগে। চিঠিটা খুলতে গিয়ে বুঝেছি, হৃদস্পন্দনের শব্দগুলো অনিয়ন্ত্রিত ভাবে ছোটাছুটি করছে। ফাগুন মাসের কোন এক বৃহস্পতিবার আমার জন্ম। তাই নামটা আমাকে ছুঁয়ে গিয়েছে।
কিছু না পাওয়া মানুষটার কাছে বিচ্ছেদ হচ্ছে শেষ রাতের খেয়ার মত, একবার নদী পার হয়ে গেলো তো আর ফিরবে না খেয়া। অপেক্ষার অবসান হয় না, তার প্রতীক্ষা বাড়ে।
জানিনা শুভ দিনে দেখা হবে কি! তবে বসন্তের মত রঙিন হোক জীবনের প্রতিটা প্রহর। শরতের মত নীল আকাশে খুশি গুলো ভেসে ভেসে হেমন্তের মটর ফুলের পাঁপড়ি ছুঁয়ে যাক।
একদিন ইচ্ছা গুলো দ্রবীভূত হয়ে এন্টার্কটিকার ধূসর শুভ্র বরফে ঢাকা পড়বে হয়তো। সহস্রবছর পর যদি মনে পড়ে, খুঁজলে পাবে, যদি দৃষ্টি স্মৃতির পাতার অলিগলি ঘুরে আসে।
ইতি,
বোহেমিয়ান
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১১
রাজীব নুর বলেছেন: চিঠি পড়লাম।