নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
আকাশ হতে চাওয়া মন
বর্ষার কোন এক বিকালে
আছড়ে পড়লো জুম ঘরে ।
তখন দখিন হাওয়ায় ভেসে আসছিলো -
মহুয়ার মাতাল করা গন্ধ,
বাঁশ পাতার শন শন শব্দ-
অচেনা পাখির কূজন,
লালচে হওয়া আকাশে
পাখির আনাগোনা বেড়ে চলে ক্রমশ,
হঠাৎ তক্ষণের হাড় কাঁপানো ডাক
চমকে উঠে আত্মা ।
শিমুল তুলোর মত উড়ে
পাহাড়ের ছোট্ট জুম ঘরে আছড়ে পড়ে
অচেনা ফুলের পাঁপড়ি,
তার আর্তনাদ শুনে জড়ো হয় সবুজ টিয়া
জড়ো হয় বম পাড়ার ছোট্ট জেরি মিয়া
তার দুরন্ত পায়ে পায়ে এগিয়ে আসে সন্ধ্যা
বিস্তীর্ণ নীল আকাশের বুকে জেগে উঠে -
একখন্ড মেঘ, পরম মমতায় আলিঙ্গন করলে
ভিজে যায় দেহ, যেমন কুয়াশায় ভিজে উঠে দূর্বা বন ।
শীতেরা হানা দেয় পশমের গুহায়
একটা শির শির অনুভুতি ছড়িয়ে পড়ে ধমনীতে
এখানেই সমাপ্তি ঘটে কোলাহল
নিভে গেলে শেষ আলো
জোনাকিরা করে রাজত্ব
একদিন আকাশ হতে চাওয়া মন
হেমন্তের কোন এক বিকালে,
শিমুল তুলোর মত উড়ে গিয়ে উত্তরে-
পাহাড়ের ছোট্ট জুম ঘরে আছড়ে পড়ে।
তার আর্তনাদ শুনে জড়ো হয় সবুজ অরণ্য
স্পর্শ করে যায় শীতল হাওয়া,
দৌড়ে আসে বম পাড়ার ছোট্ট জেরি মিয়া
রোদ্রের সাথে তার মিতালী নিরন্তর
এখানে জীবন এক মুখোশ
#মারায়নংতং
মোহাম্মদ সজল রহমান
©somewhere in net ltd.