নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হতে চাই মানবিক গুণ আর আমার মাঝে সেই গুণ কতটা আছে তা আপনি ভাল বলতে পারবেন। তবে ভাল হবার চেষ্টায়

মোহাম্মদ সজল রহমান

একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী

মোহাম্মদ সজল রহমান › বিস্তারিত পোস্টঃ

একাকিত্ব

১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:২০

একাকিত্ব জীবন
অভিশপ্ত বিষধর সাপের মতো
নিজেকে গিলে খেতে চাই
ক্ষুধার্ত পেটে অশ্রু ডুকরে কাদলেও যেন -
ভিলেনের হুংকারের মত কানে আসে
এ পথে আসা যায়, ফেরা যায় না।
হা হা হা হা

নগর জীবন সোয়াডিয়াম বাতির মত
জন্ডিসে আক্রান্ত সর্ব দেহ,
না সাদা না টকটকে লাল
নিভে গেলে জোসনারা মুখ লুকায় ।
পাণ্ডুলিপি লিখবে বলে
কার্নিশে নব্য লেখকের পদার্পণ ।

বালিশ ভিজলো বলে
চিন চিন করে ব্যথা উঠে
বুকের বা পাশে
যেখানে অস্পষ্ট গোঙানির শব্দ
রাত গভীর হয় একটানা বাতাসের কম্পনে
তবু ঘুম নেই
পাকস্থলীর পোকাদের

বিজলীর আলোয় গলিতে দেখা
আবছায়া শরীরটা
শোরুমে প্রদর্শিত পুতুলের মত -
দেখে যায়, স্পর্শ করে যায় শত ক্রেতা,
তবুও অপেক্ষা অবসান ঘটে না
ঝাপসা চোখে পড়লে বৃষ্টির জল
মিলিয়ে যায় শহর অচেনা এক মোহে
স্বর্গীয় মদের গন্ধ ভেসে আসে
পুতুলের শরীরের খাঁজে


ক্লান্ত শরীর তীব্র যানজট নিরসনে ব্যর্থ
মনের কিংবা রাস্তার মোড়ে দীর্ঘস্থায়ী জট
মস্তিষ্কের ওজন বাড়িয়ে তোলে
তার ভারে নুয়ে পড়া স্নায়ু তন্ত্র
অবহেলিত এক একাকিত্ব অভিশাপ

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:২৫

বিজন রয় বলেছেন: ভালো লিখেছেন।

হৃদয়ের ভিতরের গোঙানি উদগীরন ।

২| ১৮ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:২৪

আরোগ্য বলেছেন: একাকিত্ব জীবন
অভিশপ্ত বিষধর সাপের মতো
নিজেকে গিলে খেতে চায়


উপমা দারুণ হয়েছে । একা থাকা আর একাকিত্বে থাকা বেশ তফাৎ। মানুষ যখন একা থাকে তখন নিজের মাঝে থাকে আর যখন একাকিত্ব ঘিরে ধরে তখন কেবলই আঁধার ঘন বোধ হয়।

১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১০:০৭

মোহাম্মদ সজল রহমান বলেছেন: ধন্যবাদ, ভালো লেগেছে জেনে খুশি হলাম।

৩| ১৯ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.