![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
কমলা রকেট ছুটে যায় দক্ষিণে
শান্ত নদীর বুক চিরে উঠে উত্তরে ঢেউ
ছলাৎ ছলাৎ সুরে
আঁচড়ে পড়ে ভাঙে দু-কুল।
বাদাম তোলা নাউ ছুটে চলে পূবে,
সারি বেঁধে উড়ে যায় বক পক্ষী -
শুভ্র মেঘের ভাঁজে ।
জেগে উঠা শাপলা শালুক -
ছুঁয়ে যায় গলুই মৃদু হেসে ।
সন্ধ্যা নামে রোজকার মতন ,
দূর গায়ে জ্বলজ্বলে পিদিম ।
আবছা আলোয় ভাসে জোৎস্না মুখ ,
নিভু নিভু আলোয় বিদায় সম্ভাষণ।
আলপনা আঁকা ফর্সা হাত
সোনালী নোলক
টোল পড়া গাল
ক্ষোভে চাপা শরীর
জড়িয়েছে ঢাকায় শাড়ি।
দখিন হাওয়ায় ঘুমটা নাচে
নাচে বাঁশ বাগানের সারি
নাচে মস্তিষ্কের স্নায়ুতে দুঃখ ঘর
হয় মেঘের সাথে আড়ি ।
চমকে উঠে হৃদপিন্ড
চমকে বিজলী বাতি
ঝড় উঠেছে নদের বুকে
মেঘ চলেছে বাড়ি ।
বৃষ্টিরা সব দুঃখ বিলাসী
ভিজিয়ে দিবে আজই
ক্লান্ত শরীর, মলিন মুখো
বিচ্ছেদে দেয় পাড়ি ।
শেষ হলো না লেনাদেনা
শেষ হলো না আড়ি .... কমলা রকেট ছুটে যায় দক্ষিণে
শান্ত নদীর বুক চিরে উঠে উত্তরে ঢেউ
ছলাৎ ছলাৎ সুরে
আঁচড়ে পড়ে ভাঙে দু-কুল।
বাদাম তোলা নাউ ছুটে চলে পূবে,
সারি বেঁধে উড়ে যায় বক পক্ষী -
শুভ্র মেঘের ভাঁজে ।
জেগে উঠা শাপলা শালুক -
ছুঁয়ে যায় গলুই মৃদু হেসে ।
সন্ধ্যা নামে রোজকার মতন ,
দূর গায়ে জ্বলজ্বলে পিদিম ।
আবছা আলোয় ভাসে জোৎস্না মুখ ,
নিভু নিভু আলোয় বিদায় সম্ভাষণ।
আলপনা আঁকা ফর্সা হাত
সোনালী নোলক
টোল পড়া গাল
ক্ষোভে চাপা শরীর
জড়িয়েছে ঢাকায় শাড়ি।
দখিন হাওয়ায় ঘুমটা নাচে
নাচে বাঁশ বাগানের সারি
নাচে মস্তিষ্কের স্নায়ুতে দুঃখ ঘর
হয় মেঘের সাথে আড়ি ।
চমকে উঠে হৃদপিন্ড
চমকে বিজলী বাতি
ঝড় উঠেছে নদের বুকে
মেঘ চলেছে বাড়ি ।
বৃষ্টিরা সব দুঃখ বিলাসী
ভিজিয়ে দিবে আজই
ক্লান্ত শরীর, মলিন মুখো
বিচ্ছেদে দেয় পাড়ি ।
শেষ হলো না লেনাদেনা
শেষ হলো না আড়ি ....
২| ২৭ শে আগস্ট, ২০২৫ রাত ৮:২৩
বিজন রয় বলেছেন: সুন্দর।
৩| ২৮ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:২৩
রাজীব নুর বলেছেন: নদী ও প্রেম। নারী নেই কেন? সবচেয়ে ভালো হতো- নদী, নারী ও প্রেম শিরোনাম হলে।
৩১ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:১১
মোহাম্মদ সজল রহমান বলেছেন: সুন্দর প্রস্তাব। দিলাম ভাই।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: বাচ সুন্দর অনুভব