নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হতে চাই মানবিক গুণ আর আমার মাঝে সেই গুণ কতটা আছে তা আপনি ভাল বলতে পারবেন। তবে ভাল হবার চেষ্টায়

মোহাম্মদ সজল রহমান

একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী

মোহাম্মদ সজল রহমান › বিস্তারিত পোস্টঃ

হালকা রোদের বিকেল

২৭ শে আগস্ট, ২০২৫ রাত ৯:০৭



হালকা রোদের বিকেল,
শহুরে ইমারত ফুরে এক চিলতে হাসিতে-
রোজ মিলিয়ে যায় পশ্চিমে।

আমি রৌদ্রের গন্ধ মাখি গায়ে,
মাঘের শীতল বাতাসে ভাসে উত্তরের চিঠি,
পড়তে থাকি অনবরত।

ঠিকানা বিহীন চিঠিতে লিখে দেওয়া নাম,
ব্যাকুল বিদ্রোহী করে তুলেছিল-
বছর কুড়ির টগবগে যুবকের হৃৎপিণ্ড।
প্রেম নামক স্বপ্নের অদেখা চত্বরে
দিগ্বিদিক চক্করে নেমে আসা ঝাপসা আলোয়
কৃষ্ণচূড়ার বিসর্জন হয় মৃত্তিকার আঁচলে।

ভেসে আসে ঘাস ফুল, বকুলের সুগন্ধ,
স্মৃতির পাতা উল্টে মনে করিয়ে দেয় -
শৈশব , ক্যালেন্ডারের পাতা উল্টে দেখি
চলে গেছে সময়, চলে গেছে কৈশোর ।

যৌবনের পাপড়িতে আঁকা প্রিয়সীর -
অস্পষ্ট মুখ,সোনালী চিলের মত মিলিয়ে যায় -
শহরের ব্যস্ততায়। সন্ধ্যা নামে রোজকার মত-
হ্যালোজেনের আলোয় গলিতে গলিতে ।
চুমু দিয়ে যায় এক ঝাঁক রক্তশোষক,
তবুও অপেক্ষা তার অবসর ভেঙে -
বছর কুড়ি পর জেগে উঠবে
কোন এক হালকা রোদের বিকেলে ।

মন্তব্য ১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২৫ রাত ৯:১৪

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.