| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাম্মদ সজল রহমান
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী

যদি দেখ ল্যাম্প পোস্টের গায়ে রঙিন
অক্ষরে লেখা নিখোঁজ সংবাদ
কিংবা লেখা আছে সন্ধ্যান চাই
মনে রেখো ততক্ষণে হারিয়েছ
রহস্যের অতল গহ্বরে
যেখানে আমি আগন্তুক
অজানা এক পরিচয়
পোষ্টারের বাম পাশে অস্পষ্ট -
ছবিতে বিষণতার ছাপ স্পষ্ট না হলেও
কোথাও যেন বিষন্ন রাতের মত
নীরবতা ছুঁয়ে গেছে আজ
তোমার কাছে এ খবর পৌঁছাবে না
তবুও অপেক্ষমান আগন্তুক
হল গেটে কেটেছে যার সময়
অষ্টপ্রহর কবিতা লিখে
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ২:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হল গেটে কেটেছে যার সময়
অষ্টপ্রহর কবিতা লিখে
.....................................................
এরপরও জীবন চলমান,
বাস্তবতায় কবিতা এখন
ঝলসানো রুটি