নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুষ্টিয়ার ভেড়ামারার আধ্যাত্মিক সাধক হযরত সোলাইমান শাহ্ চিশতী (রঃ) মাজারে ৩ দিনব্যাপী ওরশ মোবারক আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।

সােজদুল ইসলাম

আমি সাজেদুল ইসলাম

সােজদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

একটি তর্জনীর প্রতীক্ষা ।

২৫ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৭

অস্তিত্ব জুড়ে গুমোট অন্ধকার! উপরে রাঙ্গা সূর্য,মাঝে কৃষ্ণ-কাল মেঘ !
সূর্যের আলো আসেনা মাটিতে, তাই প্রতীক্ষা;
প্রতীক্ষার পর প্রতীক্ষা, মেঘ বিদীর্ণ করা একটি বজ্রপাতের!
-যা নিম্নগামী নই, মহা প্রলয়ের বেশে মাটি ফুঁড়ে উর্ধ্বে উঠার!

প্রতীক্ষার পর প্রতীক্ষা;
কিন্তু সে প্রতীক্ষার অঙ্কুরায়ণ কখোন ? কবে থেকে ?
৭০,৬৯,৬৬,৫২,৪৭, নাকি৫৭?
নাকি মহা সমুদ্রের বুকে প্রথম যেদিন বালি জমে
রচিত হয়েছিল একটি বৃহত্তম বদ্বীপের অস্ফুটো ভ্রুন ?
হয়তোবা সেইদিন হতেই সেই তীব্র প্রতীক্ষা!
প্রতীক্ষা -মেঘ বিদীর্ণ করা আকাশ সমান একটি দীর্ঘ তর্জনীর!
-যার ফলা হতে বিচ্ছুরিত হবে একটি স্ফুলিঙ্গ! বিস্ফোরিত হবে একটি মহা বজ্রপাত!
বিদীর্ণ হবে অস্তিত্ব জোড়া কাল মেঘ,
প্রকাশিত হবে একটি রক্তিম সূর্য,
স্বগর্বে আকাশে দাম্ভিক শীর তুলে দাড়াবে-আপন অহংকারের দীপ্ত একটি পতাকা।
রচিত হবে একটি মানচিত্র, একটি পরিচয়;
-কিন্তু কবে..? কোন কালে…?

প্রতীক্ষার পর প্রতীক্ষা; যেন অনন্তকালের প্রতীক্ষা!
অবশেষে একদিন সেই পরিচয়হীন বদ্বীপের বুক ফুঁড়ে!
মহা সমুদ্রের নিথর জলরাশিকে প্রকম্পিত করে!
একটি কম্পনহীন, সুদীর্ঘ ইস্পাত তর্জনী বর্ধিত হলো আকাশের দিকে!
অতঃপর তর্জনীর তীক্ষ্ণ ফলা হতে বিচ্ছুরিত হলো একটি স্ফুলিঙ্গ!
বিস্ফোরিত হলো একটি বজ্রপাত!
মেঘ বিদীর্ণ করে মহাবিশ্বের এপাড় থেকে ওপাড় ধ্বণিত হলো গগোন বিদারী একটি মহাশব্দের-

স্বাধীনতা! স্বাধীনতা! আমার প্রিয় স্বাধীনতা!একটি তর্জনীর প্রতীক্ষা ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২১

সেলিম আনোয়ার বলেছেন: একটি উন্নত শির ! :) একটি স্বাধীন জাতি । একটি পতাকা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.