![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো ভালোবাসার হয়নি কো শেষ
হৃদয়ের ভাঁজে লুকিয়ে আছে শত কথা
তুমি আবেগের ফুলঝুরিটা আলগোছে নিয়ে এসো
আমি তাতেই ফোটাবো কথাদের আদি-অন্ত গাথা
ঘন সবুজ পাতার ফাঁকে জড়িয়ে থাকে
যে সবুজ ভালোবাসা,
তার কিছু প্রলেপ পেলে দেবো পাখির পালকে
ঝরে যাক কথা পাখির পালকের মতো
ভেজা কাক হয়ে বৃষ্টিতে আর ভিজবো না
মহুয়ার নেশায় মাতাল হয়ে মেঘের ভেলায় ভাসবো না
আজ বাকিটুকু সময় শুধু তুমি আর আমি
ঝরে পড়ুক কথা
লুটিয়ে পড়ুক ভালোবাসা
পাখিদের ঠোঁট ঠোঁটে খুঁজে পাক বিশ্বাস
আমার দু-চোখ বন্ধ করে খুঁজে নেবো
তোমার মাঝে আশ্বাস
ভালোবাসার দ্বারপ্রান্তে শুধু আমার পদচিহ্ন
হেঁটে যাবো নির্ভীক পায়ে
জানি আছো তুমি আমার ফেরার প্রতিক্ষায়।
২| ২৪ শে জুন, ২০১৫ রাত ১১:৫৩
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: দারুন লেখেছেন....
৩| ২৫ শে জুন, ২০১৫ রাত ১২:৪২
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৫ রাত ৯:১৮
আরণ্যক রাখাল বলেছেন: ভাল লেগেছে কবিতাটা| শুধু শেষ লাইনটা খারাপ লেগেছে বেশ