![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনকার আলোচিতো বিষয় হচ্ছে ঔশীকে নিয়ে, বাবা মাকে হত্যার দায়ে ফাঁসি। ফেসবুক সহ সকল মাধ্যমে ব্যাপক আলোচনা। কেও বলছে ফাঁসি হলে ভালো, আবার কেওবা বলছে একবার সুযোগ দেওয়া দরকার! তবে আমার মনে হয় যদি সুযোগ দেওয়াই হয় তবে আপরাধীর সংখা বেড়েই যাবে দিনের পর দিন! এতে এক জন ঔশীর জীবন হয়তো বেঁচে যাবে, কিন্তু হাজারও ঔশীর জন্ম হবে নিশ্চিত।
২| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:২১
রোষানল বলেছেন: ফাঁসি মাফ করে দিয়ে তাকে মানুসিক হাসপাতালে পাঠান হোক । আর আইন শৃঙ্খলার রক্ষক ভক্ষক কে ফাঁসি দেয়া হোক
৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩
বরফের গরম বলেছেন: এই সামহোয়্যার ইন ব্লগে দেখবেন, ব্লক - ওয়াচ - জেনারেল - সেফ নামক মডারেশন স্ট্যাটাস আছে। ব্লগের নীতি ভঙ্গ করলে আপনাকে সেকেন্ডর ভিতরেই ব্লক করে দিবে। জিরো টোলারেন্স। আবার কিছু নীতি ভঙ্গ করলে আপনাকে ওয়ার্নিয় দিয়ে ক্ষমা করে দেয়া হবে।
ঠিক কিনা?
যদি ব্লক না করতো, ক্ষমা করতেই থাকতো তাইলে এই ব্লগের অবস্থাটা কি হত একবার ভেবে দেখেছেন কি? তো, মর্ম কথা হচ্ছে, সকল অপরাধেই শাস্তি নয়, আবার সকল অপরাধই মাফ নয়। যে ব্যাক্তি খুন করতে পারে, তাকে কি করে ক্ষমা করা যায়? একমাত্র তারাই মাফ করার পক্ষে যাদের ভিতর বিন্দুমাত্র মনুষ্যত্ব নাই। একজন খুনি যেমন অমানুষ, খুনির সমর্থকও অমানুষ।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৯
হামিদ আহসান বলেছেন: হাইয়ার কোর্টে কী হয় সেটা দেখার বিষয়