![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিগত ২ দশক ধরে কাগজ থাকলে কলম নাই ,কলম থাকলে কাগজ খুজে না পাই , এই ত্রাহি অবস্থা আমার । বাংলায় লিখব বলে আপ্লুত আমি ।কত চিন্তা বিলুপ্ত হয়ে গেছে ,আর খুজে পাইনি ।ব্লগ এবং ব্লগারদের সুভেচ্ছা ।
অনেকেরই হয়ত সময় নেই ছবি দেখার, তবুও আমি অনুরধ করবো ছবিটি সময় করে দেখে নেবার জন্য । বাংলাদেশের যে সাম্প্রতিক চিত্র , ছবিটি বাংলাদেশ জুড়ে চলছে ।প্রজন্ম চত্বর থেকে সারা বাংলাদেশে প্রতিবিম্বিত হচ্ছে,বিশাল সমারোহে। ছবিটির নাম( ওহ মাই গড ) ।হিন্দি মুভি ।ছবিটিতে মেথড এবং মেসেজ আছে। আরেকটি হিন্দি ছবি বাংলাদেশে দীর্ঘ দিন ধরে চলেছিল (encounter) ।রাব এবং পুলিস বাংলাদেশে এই ছবিটি সাহসিকতার সাথে পরিচালনা করেছিল বেশ কবছর ।আপনারা নিশ্চয় এই ছবিটি দেখে থাকবেন সপরিবারে । ভুলেন নাই আশাকরি। গত বছরের অন্যতম ছবি গুলোর একটি হচ্ছে (ওহ মাই গড)। ছবিটি ব্লগের সবাইকে দেখার জন্য আমন্ত্রন রইল ।
©somewhere in net ltd.