নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারিয়ে যাওয়া আমি তোমাদের প্রিয়জন

দিন ফুরাইল , হরি হরি বল , মানব জনম তো গেলো ফুরাইয়ারে .।.।.।.।.।.।।

সাকী শওকত

বিগত ২ দশক ধরে কাগজ থাকলে কলম নাই ,কলম থাকলে কাগজ খুজে না পাই , এই ত্রাহি অবস্থা আমার । বাংলায় লিখব বলে আপ্লুত আমি ।কত চিন্তা বিলুপ্ত হয়ে গেছে ,আর খুজে পাইনি ।ব্লগ এবং ব্লগারদের সুভেচ্ছা ।

সাকী শওকত › বিস্তারিত পোস্টঃ

আই লাভ ইউ বাংলাদেশ

২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩০

আমাদের দেশের নাম বাংলাদেশ ,এই সবুজ দেশটিকে আমরা ভালবাসি ।ভাল বাসতে বাসতে আজ যেন কারোই ভালবাসা নেই ।সবাই কেমন যেন ভুলে গেছি দেশটিকে ।এই দেশ এখন আর আমদের নেই , এইখানে প্রতি বর্গ ইঞ্চি নিয়ে মস্তিষ্কে কাড়াকাড়ি হচ্ছে। কাকে মেরে কে খাবে ,কে কত সম্পদ গড়বে ,এক অন্ধ প্রতিযোগিতা জাতির প্রতিটি নাগরিককে সমাজের মুল ভাবনা থেকে সরিয়ে দিচ্ছে। আমরা এক হই সবাই মিলে, আর ধর্ম বর্ণ সব হারিয়ে , এক রঙ্গে দেশটাকে দেখি। এই দেশটা আমাদের সকলের । ভালবাসি ,ভালবাসি ,ভালবাসি। ভালবাসি লাল সবুজের এই দেশকে । গত দুই দশকে কত হাজার মানুষকে বুঝিয়েছি বাংলাদেশ একটি স্বাধীন দেশ, ৫২ এর ভাষা আন্দলন, ৬৯এর গন অদ্ভুত্থান, ৭১ এর স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে,বাঙ্গালির অর্জন এই বাংলাদেশ।এখন বাংলাদেশকে সবাই চিনে। এখনও বন্যা, খরা, বিপর্যয়ের দেশ হিসেবে জানে। হালে রানা প্লাজা বিপর্যয়, .।.।.।আছে হাজার ও জয় বিজয় ।১।আমি , অপু , আর ইয়াকুব, একদিন তিনজনে মিলে সারারাত নেচে ভোরে যখন রাস্তায় নামলাম, আমি সবার সামনে আর ওরা আমার পেছন পেছন আসছে, হটাত অপুর চিৎকার, এক আফ্রিকান অপুকে রাস্তায় সুইয়্যে ফেলেছে ,ফাকিং বাংলাদেশ বলে চিৎকার করছে, ফাক বানলাদেশ।আমি আর কিছু না বুঝে সোজা এক দৌড়ে কালোর বুকে লাথি আর মুখে ঘুষি। আফ্রিকানও রাস্তায় গড়াগড়ি দিচ্ছে।অপুও দিচ্ছে।ইয়াকুব অনেক দূরে আড়ালে । একটু পরে পুলিশ এলো , কালো শুধু আমাকে দেখিয়ে দিচ্ছে। পুলিশকে বললাম , দেখ আমার বন্ধুটির অবস্থা? পুলিশ আমাকে বলল,অপুকে নিয়ে যেতে , ট্যাক্সি ডাকছি ,কেউ অপুকে নিচ্ছে না,ততক্ষনে অপু বমি করছে রাস্তায় শুয়ে। আই লাভ ইউ বাংলাদেশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.