![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিগত ২ দশক ধরে কাগজ থাকলে কলম নাই ,কলম থাকলে কাগজ খুজে না পাই , এই ত্রাহি অবস্থা আমার । বাংলায় লিখব বলে আপ্লুত আমি ।কত চিন্তা বিলুপ্ত হয়ে গেছে ,আর খুজে পাইনি ।ব্লগ এবং ব্লগারদের সুভেচ্ছা ।
ভেবে পাচ্ছিলাম না বিষয়টি কিভাবে উপস্থাপন করবো । নরওয়ে ছেড়েছি দুবছর।দেশ ঘুরে লন্ডনে। www (world web wepon) সম্পর্কে আমার ধারণা বলতে কিছুই ছিল না। ডঃ নুরুল ভাই হাতে একটি নরওয়ে এর পত্রিকা নিয়ে আমাকে ঘুম থেকে জাগালেন। বললেন, পত্রিকাটি এগিয়ে দিয়ে- দেখুন ! নরওয়ে এর THROMSO তে বসানো হয়েছে এই www. ন্যাটো জোটের এই তরঙ্গ অস্ত্রটি এবং এর কর্ম ক্ষমতা পড়ে শুনালেন।আমি নির্বাক। এটি একটি সামরিক অস্ত্র ।এটি নরওয়ে থেকে ডেনমার্ক, জার্মানি হয়ে ইতালি পর্যন্ত সক্রিয় থাকবে। যখন প্রয়োজন হবে এটি চালানো হবে। এতে এই অঞ্চলের নাগরিক জীবনে নেমে আসবে অস্থিরতা, মানুষ হবে আতঙ্কগ্রস্থ, আক্রমনাতক, শুরু হবে হানাহানি, গায়ে চুলকানি হবে ( এলার্জি),ঘুম কমে যাবে, খাওয়া খেতে অনিহা, যৌন নিপিরন, মানুষিক বিকৃতি চরমে অবস্থান করবে অর্থাৎ এতে করে নাগরিক সুখ আর স্বাভাবিক জীবন শেষ হয়ে যাবে। মানুষ একে অপরের উপর আগ্রহ হারাবে, ঝগড়াঝাঁটি, হানাহানি বেড়ে গিয়ে সামাজিক ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে।এতে করে যুদ্ধের মতো ভয়াবহতা তৈরি হবে।-----------------তাহলে কি ভারতবর্ষের দিকে তাক করে কোন www বসানো হয়েছে? তাহলে কি ন্যাটো জোটের সদস্য কাজাখিস্তান এ বসানো কোন www এর মাধ্যমে আফগানিস্তান,পাকিস্তান, ভারত, বাংলাদেশ এর উপর পরীক্ষা করা হচ্ছে? নাহয় আচমকা কেন যৌন নির্যাতন, হানাহানি, অমানবিক হয়ে উঠেছে এই অঞ্চলের মানুষগুলি। কেমন জানি অবিশ্বাসী হয়ে উঠেছে আমার দেশের মানুষগুলি। কেউ কারো উপর নিয়ন্ত্রণ নাই। নৈতিকতা, মানবিকতা সব উবে গেছে। কেন??? তাহলে কি www এর সফল প্রয়োগ হচ্ছে এই অঞ্চলে ? আমরা কতটুকু সচেতন আছি এ ব্যাপারে? তাহলে কি এমন কোন সংঘাত পূর্ণ সময়ের দিকে আমরা এগিয়ে চলছি???
©somewhere in net ltd.