![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মনে করি মিতা হক বাংলাদেশের সানি লিওন
কিছুদিন আগে সানি লিওন একটা ভয়ংকর
উক্তি করেছিল যে "ধর্ষণ কোনো অপরাধ
নয়।এটি হঠাৎ
ঘটে যাওয়া কোনো দূর্ঘটনা মাত্র!"
যার পেশা ছিল porn movie করার সে এসব
কথা বলতেই পারে।তাই তাকে আমার কিছু
বলার নাই!
এখন আসি বাংলাদেশে।
মিতা হক একজন বাঙ্গালি(সন্দেহ আছে)
মহিলা।
তিনি সম্প্রতি এক লাইভ
অনুষ্ঠানে বলেছেন "মেয়েরা মাথায়
যারা কাপড় দেয়
তারা বাঙ্গালি হতে পারেনা"
আরেহ!বাঙ্গালি মেয়েরা মাথায় কাপড়
দিবেনা তো কে দিবে?সানি লিওন
কি মাথায় কাপড় দিবে?!
আমার মতে সানি লিওন যেমন "ধর্ষণ
অপরাধ না" বলে অশ্লিল
কথা বলেছে,তেমনি মিতা হক ও
"বাঙ্গালি মেয়ের মাথায় কাপড়
থাকা উচিত নয়" বলে অশ্লিল
কথা বলেছে!অন্তত বাঙ্গালিদের জন্ন্য
এটা অশ্লিল!
আসলে আমার মনে হয় মিতা হক
বুঝাতে চাইছিলেন "কাপড় চোপড় পড়ারই
বা কি দরকার!"
হয়ত পরের কোন লাইভ অনুষ্ঠানে বলেও
বসতে পারেন!
অবাক হওয়ার কিছু নেই!
তাই আমি মিতা হক কে সানি লিওনের
সাথে তুলনা করছি!
কারো কোনো প্রতিবাদী কমেন্ট
থাকলে তা পেশ করতে পারেন
©somewhere in net ltd.