![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিক্ষার হলে আমাদের কলেজের এক স্যারের বৈশিষ্ট নিম্নরূপ-
১।উনার ডিউটিকালীন সময়ে কেউ খাতা থেকে মাথা তুললেই খাতা কাটা যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে :-
২।কেউ একটু উল্টাপাল্টা করলেই উনার হুঙ্কারে কেঁপে উঠে পুরো ৪ তলা কলেজ বিল্ডিং!
৩।উনার ঘড়ি মনে হয় পৃথিবীর দ্রুততম ঘড়ি!যেটা কিনা বিদ্যুত গতিতে ছুটে!
দ্রুততম ঘড়ির এওয়ার্ড থাকলে নিঃসন্দেহে উনার ঘড়ি এই এওয়ার্ড জিততো :-D
আর জইল্যা কয়দিন পরেই এই ঘড়ি নিয়া মুভি তৈরি করতো।নাম:ঘড়ি-The Watch!
৪।আপনি একবার যদি খাতা থেকে চোখ উপরে তোলেন তাইলেই কাম সারছে!স্যার আপনার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকবেন :-
এইগুলাই উনার বৈশিষ্ট্য :-
কারো কলেজে এমন ভয়ংকর টিচার আছেন/ছিলেন?
©somewhere in net ltd.