![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাস্তার পাশে দাড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম নানার বাসায় যাবো বলে।রাস্তার অপাশে ঠিক আমার মুখোমুখি এক সুন্দরী মেয়ে দাড়িয়ে আছে।আমার মতোই হয়তো গাড়ির জন্য অপেক্ষা করছিলো।
কাপড়চোপড় আর চেহারায় আভিজাত্যের ছাপ।
দেখে একটু হিংসুটেই মনে হলো :
একটু পরপর মেয়েটার দিকে আমার দৃষ্টি চলে যাচ্ছিলো। হয়তো সুন্দরী বলেই
প্রায় ১০ মিনিট কোনো গাড়ি নেই :
যে গাড়িই আসুক তাতে সিট নেই :
অনেক্ষণ পর মেয়েটা যেখানে দাড়িয়ে ছিলো সেখানে তাকালাম।মেয়েটা নেই!
এদিক ওদিক তাকালাম।ওইযে মেয়েটা।আগের চেয়ে একটু দূরে দাড়িয়ে। সাথে একজন বুড়ো মানুষ।কাপড় দেখলেই বোঝা যায় গরীব।
বৃদ্ধ হাত দিয়ে বারবার সামনে হাতরাচ্ছিলো। বুঝতে পারলাম লোকটা অন্ধ
মেয়েটা লোকটার হাত ধরে তাকে রাস্তা পার করে দিলো।
আশ্চর্য!একটু আগেই এই মেয়েকে কি ভেবেছিলাম! :-
নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে।
একটা রিকশা পেয়ে উঠে পড়লাম।
যাওয়ার আগে মেয়েটার দিকে তাকিয়ে একটা হাসি দিলাম.......মেয়েটার প্রতি ততক্ষণে একটা আলাদা শ্রদ্ধা জেগেছিলো
মেয়েটার মুখেও হাসি
এই হাসি শুধুই হাসি নয়.........এই হাসি মহৎ কিছু একটা করার আনন্দের বহিঃপ্রকাশ
যে কাজ সব মানুষ করেনা বা করার সুযোগ পায়না...........!
আমি জানি এই ছোট কাজটায় কত আনন্দ লুকায়িত আছে
(১৭ই আগষ্ট এর ঘটনা)
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
তাসজিদ বলেছেন: গুড গার্ল।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০১
আকাশ_১৪৩ বলেছেন: Ricksha ta meye tir jonno chere dile ki valo hotona?
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৮
তামিম ইবনে আমান বলেছেন: প্রেমে পইরা গেছেন মনে হইতাসে
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭
ফুরব বলেছেন: