![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
medical student, north east medical college, south surma, sylhet.
আমি আমার মত করে শহাদদের জন্য দোয়া করলাম ৷৷ অবশ্যই নিজ নিজ ধর্ম আমাদের সেই পথে চালিত করে যেই পথে উন্নতি, শান্তি এবং সম্মান রয়েছে ৷ আমি, আমার ধর্ম মহান ইসলামের আলোকে সবার প্রতি যদি এভাবে দোয়া করি, তাহলে কারো কি কোন আপত্তি আছে ?? থাকলে দয়া করে জানাবেন ৷
"হে রাব্বুল আলামীন, আজ ২৫ মার্চ ৷ যেই রাতে একদল পিশাচ নিজেদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বাংলার শান্তিপ্রিয় ঘুমন্ত জনগনের উপর অতর্কিতে গনহত্যা চালায় ৷ একদল অসৎ মানুষ নামের পশু তাদের শোষণের রাজত্ব কায়েম করার উদ্দেশ্যে এই পৈশাচিক গনহত্যা চালায় ৷ আমাদেরকে মজলুম বানিয়ে সবসময় দেশের সম্পদ লুট করাই ছিল তাদের উদ্দেশ্য
হে আল্লাহ, তুমি তো মহা পরাক্রমশালী, তুমি তাদের শাস্তি দাও ৷ যার নির্দেশে এই ভয়াভহ গনহত্যা চালানো হয় এবং যারা চালায়, তাদের সবাইকে তুমি শাস্তি দাও ৷ আল্লাহ, যে বিনা কারনে কোন মানুষকে হত্যা করে, সে তো পুরা মানবজাতিকে হত্যা করল ৷ আর তারা হত্যা করে লাখ লাখ মানুষ ৷ সব ছিল সাধারণ ঘুমন্ত জনগন ৷ তুমি জালিমদেরকে ভবিষ্যতে শান্তিতে থাকতে দিওনা, আর আখিরাতেও তাদের জন্য পরম শাস্তি তৈরী রেখ ৷
ইয়া খালিক, ইয়া মালিক, হে আমাদের রিযিকদাতা, যেই মহান উদ্দেশ্যে আমাদের এই শান্তিপূর্ণ ছোট্ট দেশটি গঠিত হয়েছিল, সেই উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও ৷ আমাদের দেশে তুমি শান্তি বিরাজ করে দাও ৷৷ দেশের সকল জনগনকে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক তুমি দান কর ৷৷ যারা দেশকে রক্ষা করার মহান উদ্দেশ্যে নিজের জীবনের ঝুকি নিয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছিল, তুমি তাদেরকে জান্নাত দান কর, শান্তি দান কর ৷৷ যারা বেচে আছে তাদেরকে হেদায়েত দান কর, দুনিয়া ও আখিরাতে সম্মান ও শান্তি দান কর ৷৷
হে আল্লাহ, তুমি সবকিছুই জান, সবকিছুই দেখ ৷৷ তুমি জালিমদের মনোবাসনাও জান, উদ্দেশ্যও জান ৷৷ তোমার অশেষ রহমতে আমরা বাংলাদেশ নামে যেই দেশ পেয়েছি, সেই দেশের সম্মান ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তুমি আমাদেরকে সাহায্য কর এবং তৌফিক দান কর ৷৷
সবশেষে, পৃথিবীর সকল মজলুমদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও ৷ আজ ২৫ শে মার্চ সহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের তুমি জান্নাত নসীব কর ৷৷ আর আমাদেরকে তাদের আত্মার মাগফেরাত কামনা করে বেশি বেশি করে দোয়া করার সুযোগ করে দাও ৷
আল্লাহ, তুমি পৃথিবীর জালিমদেরকে একে একে ধ্বংস করে দাও ৷
হে রাব্বুল আলামীন, আমাদের দোয়াকে তুমি কবুল কর ৷ সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হওয়ার তৌফিক দাও ৷ দীর্ঘ ২৪ বছর ৯ মাস আমাদের উপর যে অন্যায় অত্যাচার হয়ছিল, তা যেন আমাদের কোন ভুলের কারনে আবার আমাদের জীবনে ফিরে না আসে, তোমার কাছে দোয় করি হে রক্ষাকর্তা ৷
আমরা যেন মুক্তিযুদ্ধের সেই মহান উদ্দেশ্য সামনে রেখে আমাদের দেশকে উন্নত থেকে উন্নততর করতে পারি, আমাদেরকে সেই সুযোগ তুমি দাও ৷৷ হে আল্লাহ, সেদিনের মত আমাদেরকে সকল অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দাও ৷
আমীন ৷৷ "
©somewhere in net ltd.