![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হুদা একজন পাবলিক ভাই! আমারে নিয়া লিখার মত কিছু পাইলাম না।
একটু আগেই Incendies মুভিটা দেখলাম। অন্যরকম একটা মন খারাপ করা কাহিনী। অনেকদিন পর ইডিপাসের কাহিনীটা মনে পড়ে গেলো।
ছবিটা শেষ করেই হঠাৎ মনে পড়লো... আজ ৪ঠা জানুয়ারী।
২০১১-র এইদিনেই কেউ একজন হঠাৎ আমাকে মুঠোফোনে কল দিয়ে অনেক আবোল তাবোল বকার পর বলেছিলো,
"চলেন আমরা আজ থেকে DEMO Husband-Wife. ৪ বছর দুজন কাল্পনিক সংসার করবো। তারপর বাবা মা রাজী হলে বিয়ে করে ফেলবো। নইলে কাট !"
প্রস্তাবটা খুব মজার ছিলো বলেই হয়তো বলে ফেলেছিলাম,
"OK. চলো তাইলে চুক্তির প্রস্তাবনাগুলার একটা খসড়া বানাই!"
অনেক গুরুগম্ভীর আলোচনা করে ১মিনিট পর যা দাঁড়ালো তা হলঃ
১) ৪ বছর আমরা পুরো নমুনা দম্পতি হিসেবে থাকবো।
২) প্রস্তাবিত ৪ বছরের মধ্যে যদি আমরা আরও আকর্ষনীয়/আকর্ষনীয়া কাঊকে পেয়ে যাই তাহলে অপরজনকে সানন্দে এই চুক্তি সমাপ্ত করতে হবে।
৩) ৪ বছর পর যদি অভিভাবকবৃন্দ না-ভোট প্রদান করেন এবং তাদের সোজাসাপ্টা ভোট কোনভাবেই বাঁকানো না যায় তাহলে চুক্তির সমাপ্তি ঘটবে এবং দুইপক্ষকে হাসিমুখে বিদায় নিতে হবে।
তো সেই চার বছরের তৃতীয় সপ্তাহের মাথায়-ই ১ম প্রস্তাবনার কাঁথায় অগ্নি সংযোগ করে এক অসম্ভব রোমান্টিক সন্ধ্যায় আমাদের নিজস্ব সাগরতীরে (এর ইতিহাস পরে কখনো সুযোগ পালি পরে কবানে!) দুজনে সর্বশক্তিমান বিধাতা, বৃক্ষরাজি আর ঝিরঝিরে বাতাসটাকে স্বাক্ষী রেখে দুজনকে DEMO to PERMANENT এ কনভার্ট করে ফেললাম।
তারপর যতই বলতাম "আমি ভাই যেমন আছি তেমনই থাকবো, চেঞ্জ-ফেঞ্জের ধারে কাছেও আমি নাই! ভবঘুরের এম্বিশন বাদ দিতে পারবোনা। বন্ধুবান্ধব থাকবেই।" - কিছুটা যে পালটে গিয়েছিলাম ধীরে ধীরে বুঝতে পারছিলাম।
অনেক দুরত্ব ছিলো ... প্রায় ৫০ মাইল। তবুও বলতাম, "দুরত্ব যতই থাক। we'll always be in each other's heart."
গত ৪ঠা জুলাই জন্মদিনে মোবাইলে টুক করে একটা এস.এম.এস এলো। তখন সদ্য সরকারী ব্যাংকে যোগদান করেছি মাত্র। তাতে লিখা,
"নতুন জব, নতুন জীবন। আজ তোমার জন্মদিন, Everything is amazing! তোমার হয়ে উইশ টা আমিই নাহয় করি। কি বল?
>> কোন এক বিকেলে আমাদের বীচে আমরা দুজন হাতে হাত রেখে হাঁটবো আর বলবো,
মনটু আর জানটু কিভাবে ত্রিশটা বছর পার করে দিলো বলতো? খারাপ কাটেনি কিন্তু সময়টা। তাই না? "
শুনে খুব মজা লেগেছিলো।
..............................
╘▀╝ আজও আবার খুব-ই মজা লাগলো ...
কারণ দেড় বছরের মাথায় প্রস্তাবনায় বর্ণিত পরিস্থিতির সম্পূর্ণ বহির্গত যুক্তিতে কারণ না দর্শাইয়া তিনি প্রস্থান লইয়াছেন এবং আজ আবার সেই ৪ঠা জানুয়ারী।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৫
ভবগুরে ছেলেটা বলেছেন: প্রস্থানের কারণ তো বিশাল ধাঁধা রে!
ঊহা নিয়া লিখিলাম না কারণ পাঠককুল মনে করিতে পারে "হালায় দিনলিপির নামে ন্যাকামো শুরু করসে"
আর তুই চীরমর্কট... লিখিলাম দু:খের কথা সেটা তোর লাগিল চমত্কার?
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
সময়একাত্তর বলেছেন: প্রস্থানের কারণ কি? যাহাই হোক না কেন লিখাখানি চমতকার লাগিয়াছে।