নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবঘুরে ছেলেটা

দৈনন্দিন জীবনে যা ঘটছে মাঝে দিনলিপি আকারে ঐগুলা নিয়েই লিখবো ভাবছি.। জানি আপনারা পড়বেন। কিন্তু পড়ার সময় মনে রাখবেন এটা আমার ডায়েরী। আমার চিন্তা ভাবনায় যা আসে নির্দ্বিধায় লিখবো। এটা নিয়ে কারো সাথে কোন ঝগড়া করার ইচ্ছা আমার নাই। ঘাঁড় ধরে পড়াচ্ছিনা।

ভবগুরে ছেলেটা

আমি হুদা একজন পাবলিক ভাই! আমারে নিয়া লিখার মত কিছু পাইলাম না।

ভবগুরে ছেলেটা › বিস্তারিত পোস্টঃ

দিনলিপি ৫/১/২০১২ (সকাল ৭:৩৮ - ১০:০০ )

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪

গভীর রাতে ঘুমাইসি, LOOPER দেখলাম।

বড়ই পেজগি ভরা কাহিনী, ব্রেইনের গিট্টু লুজ হয়ে গেসে। তার উপর ভোর সাড়ে ৫ টায় আম্মা তুলে ফেলসে নামাজ পড়তে। অবশ্য ভালোই হইসে। অনে..এ..এ....কদিন পর আজকে সেই আগের (ইউনিভার্সিটি লাইফ) মতো এক কাপ মশলাদার রঙ চা বানিয়ে তারপর ছাদে উঠে সদ্য হামাগুড়ি দেয়া সুয্যিমামার লগে সাক্ষাত করলাম।



এটা আমার ছাদ থেকেই তোলা। তবে এটা সন্ধ্যার। সকালের টাও একদিন তুলতে হবে ইনশাআল্লাহ্‌ !



আজকে মনে হইলো আমার ভবিষ্যৎ দিনলিপির বিষয়বস্তুর সম্পর্কে অন্যদেরও একটু idea দেয়া প্রয়োজন। তাহলে কিছু মানুষ আগেই ঠিক করে ফেলতে পারবেন যে এইখানে এসে সময় নষ্ট করবেন কী না।

music & movie occupies a significant portion of may laife. তাই এই দুইটা জিনিস আমার দিনলিপিতে প্রায়ই পাওয়া যাবে।



a part of me likes eroticism (wildly), another part of me fears & Loves Almighty at the same time. I love that Islam which is ever lasting for all generations. not that idealism which gets stuck with some portion along with it's misinterpretation of Islam.

এই দুই অংশ বড়ই সংবেদনশীলতার সঙ্গে একলগেই থাকে আমার মধ্যে। ক্যামনে সেটা আল্লাহ্‌ই জানেন! #:-S

আমি ব্যাক্তিগতভাবে জীবনযাপনের নানাবিধ তরিকার মধ্যে আল্লাহ্‌র দেয়া পথটিকেই সবচেয়ে কার্যকর দেখেছি বলেই আমি ঊনাকে সর্বজ্ঞানী বলে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এটা বিজ্ঞানসম্মত । কিন্তু আমার জ্ঞানের পরিধি আর কত? তাই বিশ্বাসে মিলায় বস্তু বিশ্বাস করি। অতএব, বস্তুবাদী ভাই-বেরাদারদের আগেই জানায়া রাখি ভাই আমার লগে মোটা মোটা সায়েন্স বই খুইল্লা তর্ক করতে আসবেন না। আমি ভাই চারপাশে যা দেখি সেই বুদ্ধি বিবেচনাতেই কথা বলি।

B-)B-)B-)

(৯:০০ টা)

আহাহাহা! শীতের সকালে গরম ভাপাপিঠা আর রসের নাশতা বড়ই সোয়াদ গো! শুধু রসটা পানসে ছিলো। বাড়ী থেকে ছোট চাচাকে দিয়ে আনাইসিলাম। উনি বললেন এখন নাকি খেজুর গাছে আগের মতো রস হয়না। তাই রসেও পানি মেলানো হয়।

বুইঝা দেখেন অবস্থা!



তো যা বলতেসিলাম... যারা নিজেদের আল্লাহর বান্দা/বান্দী বলে স্বীকার করে তাদের জন্যি শুধু আমার ইসলাম সংক্রান্ত বাক্যগুলো applicable হইবেক । বাকীরা bypass filtering করবেন কিন্তুক কইয়া রাখলাম!



▐ মুখের লাগাম নাই এইটা তো মনে হয় আগেই বলসি।



▐ এছাড়াও টুকরা টাকরা দৈনন্দিন কাহিনীচিত্র তো লিখবই।





ব্যাস ! আজকের মতো কাহানী খতম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

সময়একাত্তর বলেছেন: খেজুরের রস, ভাপাপিঠা, আধ্যাত্মবাদ ও সংস্কৃতি চর্চার সংমিশ্রণের চমতকার গদ্য আস্বাদিত হইলো।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

ভবগুরে ছেলেটা বলেছেন: :p

আপা-বুবুর বেসম্ভব সংলাপটা পড়ে ক্যান জানি মনটা খারাপ হয়ে গেসে। ইমুন হইতে দোষটা কোথায় ক দেহি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.