![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হুদা একজন পাবলিক ভাই! আমারে নিয়া লিখার মত কিছু পাইলাম না।
বেশ মজা তো! আরাম করে ডায়েরী লিখছি, কেউ আসলে সন্দেহজনকভাবে ডায়েরী বন্ধ করতে হচ্ছেনা। শুধু ট্যাবটা মিনিমাইজ করলেই খালাস!
আমার বোরিং অফিস Leisure Time পার করার চমেৎকার একখান উপকরণ পাওয়া গেলো।
... ... ...
আজকে চিন্তা করতেসি আমার সংগীত প্রেম/ফাঁপরবাজি যেটাই হোক, এইটা নিয়া একটু লিখবো।
------------
ছোটবেলা থেকেই বাদ্য-বাজনা আমার ভেতর খেলত, কিন্তু এইটারে তেমন গুরুত্ব দেয়ার সুযোগ-ই পাইনাই। আরে বুঝতেই পারিনাই, গুরুত্ব দিবো কোত্থেকে? আব্বু আসিলো রক্ষনশীল পরিবারে বড় হওয়া নামাজ কালাম বিনা রক্ষনশীল এবং কিছুটা আদ্যিকালের গোঁয়ার ধারনার মানুষ। অন্তত আমার কাছে তাই মনে হয়... যে সমাজ ছাড়া ঊনি আর কারো ধার ধারেন না সেই সমাজের কি ধারনা তা ঠিক জানিনা।
-----------------
দুপুর হয়ে গেল। মাত্র লাঞ্চ সারতেসি। আর মহীন নামে এক বান্দর ছ্যামড়া সাঈদীরে নিয়া কঠিন কিছু গান বাঁধসে, ওইগুলা শুনতেসি। মজার lyric.
দুশ্চিন্তা হয় মাঝে মাঝে, সাঈদীদের অপমান করার সুযোগে সুযোগসন্ধানী atheist পার্টি যদি ইসলাম এবং মুসলমানদের অপমান করা শুরু করে... আর হুজুগে বাঙ্গালী সেই জোয়ারে গা ভাসিয়ে দেয়? . . . খারাপ লাগবে খুব।
♣
থাক ! ছাতার মাথা কি সব লিখার আর কই গেসি!
তো ক্যাডেট কলেজে যাবার আগে কখনো গানের গা-ও করিনাই। হ্যাঁ , ছোটবেলায় কাজের মেয়েটার সাথে বসে বসে গানের খেলা খেলতাম খুব, তখন টেবিলের উপর তবলা বাজিয়ে হাত ফুলিয়ে ফেলতাম মনে পড়ে খুব। তবে গান শুনতে অনেক পছন্দ করতাম। মনের ভুলে পরীক্ষার হলে গান গেয়ে ফেলসিলাম ক্লাস ফোরে ।
অবশ্য এ ভুল এর পর আর কতোবার যে করেছি ইয়ত্তা নাই। কলেজ-ভার্সিটি জীবনে তো ইচ্ছে করেই করতাম। পরীক্ষার আগে গান শুনে শুনে না পড়লে আমার মনেই থাকতো না কিছু। সঙ্গীতের কিছু বুঝার আগেই এ আর রেহমানের ভক্ত হয়ে গেসিলাম কিভাবে যেন। রাত ১টা পর্যন্ত জেগে কার্টুন বা মুভি না, শুধু রেহমানের কন্সার্ট দেখসি এমনো দিন গেসে। বয়স তখন কত আর হবে?... ১২ কি ১৩। অর গানগুলার কোন জায়গায় কি আছে... I even remembered the least sonic notes of his compositions.
. . . . . .
অনেক লিখসি। আজ আর ইচ্ছা করতেসে না। বাকীটা কাল লিখবো।
আচ্ছা আমি যে গুরুত্বপুর্ণ জ্ঞানগর্ভ আর্টিক্যাল কিংবা কাব্য না লিখে এভাবে ফাউ দিনলিপি দিয়ে ব্লগের জায়গা মারছি এতে কি কারো কোন সমস্যা হচ্ছে? আমি আসলেই ব্লগের এ সম্পর্কে কোন নিয়মাবলী আছে কিনা জানিনা। যদি নিয়ম ভংগ করে থাকি তাহলে অ্যাডমিনরা প্লিজ জানিয়ে দেবেন।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০
ভবগুরে ছেলেটা বলেছেন: তুই আমারে এত্তো উৎসাহ ক্যান দিস রে পাগলা?
I know what I realy deliver...bullsh***
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
সময়একাত্তর বলেছেন: ব্লগে ক্যাচালমূলক আর ১৮+ পোস্ট দেয়ার চেয়ে দিনলিপি প্রকাশ অনেক ভালো আর সুস্থ রুচির পরিচায়ক। চালিয়ে যা।