নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবঘুরে ছেলেটা

দৈনন্দিন জীবনে যা ঘটছে মাঝে দিনলিপি আকারে ঐগুলা নিয়েই লিখবো ভাবছি.। জানি আপনারা পড়বেন। কিন্তু পড়ার সময় মনে রাখবেন এটা আমার ডায়েরী। আমার চিন্তা ভাবনায় যা আসে নির্দ্বিধায় লিখবো। এটা নিয়ে কারো সাথে কোন ঝগড়া করার ইচ্ছা আমার নাই। ঘাঁড় ধরে পড়াচ্ছিনা।

ভবগুরে ছেলেটা

আমি হুদা একজন পাবলিক ভাই! আমারে নিয়া লিখার মত কিছু পাইলাম না।

ভবগুরে ছেলেটা › বিস্তারিত পোস্টঃ

দিনলিপি ১৪/১/২০১৩ (রাত ১:০৫- ১:৩৫)

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

"সকালে অফিস, সকালে অফিস... রাত জাগা যাবে না!" করে করে সবসময় ঘুমায়ে যাই। কিন্তু আজ আমাকে লিখতে হবে। নইলে ঘুম আসবেনা।

গরীবি কখনো আমাকে কষ্ট দিতে পারেনি খুব একটা। সবসময়ই স্বপ্ন দেখে দেখে দারিদ্রকে কাঁচকলা দেখায়ে আসছি। কিন্তু আজ মনে হয় একটু মচকে গেলাম। সবসময়ই ভাবসি, এত্তো বড় দুনিয়াতে আল্লাহ্‌ পাঠিয়েছেন, তার কিছুটা তো অন্তত দেখে যাবো!

অন্তত দুয়েকটা দেশ তো দেখবো। চারপাশে সবাইকে দেখে দেখে ভাবা শুরু করসিলাম, ... যেমন করেই হোক মাস্টার্স টা দেখের বাইরেই করবো। এই সুযোগে দুনিয়াটা একপাক ঘুরবো। গত কয়েকটা মাস খুব খাটা খাটনি করে আজ নিশ্চিত হলাম যে আমাকে এই ৫৬ হাজার বর্গমাইলের ভেতরেই পুরো জীবনটা কাটিয়ে চলে যেতে হবে। কারণ আমার বাবা নিতান্তই একজন ছাপোষা সরকারী কর্মকর্তা হিসেবে অবসর নিয়েছেন যিনি জীবনে দুর্নীতি করেন নাই। তারই সুফল পাচ্ছি।

এসব ভাবতে ভাবতে রাতে অফিস থেকে রিকশা করে ফেরার পথে আমাদের গলিতে এসে দেখি এক বিল্ডিং-এ এলাহী কান্ড। গত কদিন ধরে এত্তো গায়ে হলুদ হচ্ছে! বড় বড় ডেকচিতে হেভী রান্না চলছে নিচে মানুষ আয়েশ করে খাচ্ছে। পুরো দালান আলোকসজ্জিত। সামনে বেশ কিছু গাড়ী পার্ক করা। সামনের দোকানদারকে জিজ্ঞেস করলাম, "কি হচ্ছে এটা?"......উত্তর এলো,

"কান স্যাঁদানি! জমিদারের ছোড মাইয়ার কান ফোঁড়াইয়ে দে! হেতাল্লাই খাওয়ার।"

_____________________________♣_____________________________



এখনো DJ party চলতেসে বিল্ডিংটার ছাদে... উদ্দাম হিন্দী গান বাজতেসে বিকট শব্দে, উন্মত্ত হৈ-হুল্লোড় ভেসে আসতেসে SPEAKER-এ। আমার সমস্ত দরজা জানালা বন্ধ করেও ঠেকাতে পারতেসিনা তাদেরকে আমি। গুম গুম sonic buzz-এ

যেন আমার হাস্যকর, নগন্য এবং নিতান্তই অগণ্য জীবনটাকে পরিহাস করছে দেয়ালের প্রতিটা কম্পন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.