![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হুদা একজন পাবলিক ভাই! আমারে নিয়া লিখার মত কিছু পাইলাম না।
আজ দিনা খালার বিয়ে হল। আমার ছোট হলেও সে আমার খালা। arrenge marriage-ও যে খুশিমনে করা যায় তা দেখলাম। দিনাকে দেখেছি এংগেজমেন্টের দিন থেকেই ...খুব খুশি সে। বরকে তার বেশ মনে ধরেছে। হলুদেও নেচে কুঁদে হয়রান!
আজো বেশ খুশি খুশি। ঠিক যাবার মুহুর্তে আমাকে অবাক করে দিয়ে কান্নাকাটি শুরু করলো নানুকে জড়িয়ে ধরে।
আসার সময় CNG-তে আপুকে জিজ্ঞেস করলাম,
"বহু বছর আগে , যখন ভারতবর্ষে গরুর গাড়ি আর নৌকা ছাড়া যাতায়াত ব্যবস্থা ছিলো না, ডাক হরকরা আর কবুতর ছাড়া যোগাযোগের কোন মাধ্যম ছিলোনা... বিয়ের পর মেয়ে আর বাপের বাড়ীর মুখ কবে দেখবে তার ঠিক ছিল না।
তখন মেয়েরা যাবার লগ্নে বাবা-মা, প্রিয় বান্ধবী, আদরের ভাইটিকে জরিয়ে ধরে কেঁদে বুক ভাসাত। কান্নার পর্ব শেষ হতে ঘন্টা খানেক পার!
কিন্তু এখন তো যখন খুশি সবার সাথে মোবাইলে কথা বলা যায়, 3G এসে গিয়েছে বলে ক'দিন পর সবার সাথে হাসি তামাশা করতে কোন বাধাই আর থাকলোনা। যদি বর বিদেশে নিয়ে না তাহলে ক'মাস পর পরই বাবার বাড়ীর খাবারের স্বাদ নিতে আসা যায়। আর একই শহরে হলে তো কথাই নেই। কিন্তু তবুও বিয়ের শেষে এই কান্নার রোল কেন? সংস্কৃতি-রেওয়াজ প্রজন্মান্তরে আসতে পারে, কিন্তু কান্নার মত আবেগ কিভাবে আসে? তোমরা আসলে কাঁদো কেন?"
ভেবেছিলাম সন্তোষজনক কোন নিগুঢ় রহস্যের কথা জানবো।
... কিন্তু আমাকে অবাক করে দিয়ে ও বলল,
"আসলে এর কোন কারন নেই। আবার সবাই কাঁদেও না। যেমন আমাদের ঝর্ণা খালার ২০ বছর আগে যখন বিয়ে হল উনি একটুও কাঁদেন নি।"
.................. আজিব এই দুনিয়া !
©somewhere in net ltd.