নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবঘুরে ছেলেটা

দৈনন্দিন জীবনে যা ঘটছে মাঝে দিনলিপি আকারে ঐগুলা নিয়েই লিখবো ভাবছি.। জানি আপনারা পড়বেন। কিন্তু পড়ার সময় মনে রাখবেন এটা আমার ডায়েরী। আমার চিন্তা ভাবনায় যা আসে নির্দ্বিধায় লিখবো। এটা নিয়ে কারো সাথে কোন ঝগড়া করার ইচ্ছা আমার নাই। ঘাঁড় ধরে পড়াচ্ছিনা।

ভবগুরে ছেলেটা

আমি হুদা একজন পাবলিক ভাই! আমারে নিয়া লিখার মত কিছু পাইলাম না।

ভবগুরে ছেলেটা › বিস্তারিত পোস্টঃ

AIDS~হায়দার হোসেন

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৬

জানতে হবে, হ্যাঁ হ্যাঁ বুঝতে হবে!

হ্যাঁ হ্যাঁ শুনতে হবে বলতে হবে বারবার।

লজ্জার আবরণ খোল, নৈতিকতার পতন হল

নেই রাখ-ঢাক আজ কোন আর!

জানতে হবে, হ্যাঁ হ্যাঁ বুঝতে হবে!

হ্যাঁ হ্যাঁ শুনতে হবে বলতে হবে বারবার।


অবৈধ লীলাখেলার, বহুগামী মিলনমেলার

লাইসেন্স দিলো যেন আজ সরকার!



চারিদিকে ছেয়ে গেছে বিশাল বিশাল পোস্টার,

"লাগবা বাজী ?" , ওটা না নিলে হারাবে বাঁচার অধিকার।

আরও লিখা, নিরাপদ ওরা... মিলনে নেই কোন ঝুঁকি আর।

কিশোর-কিশোরী চলো মেতে উঠো সংযমের আর কী দরকার?

ঠিক-বেঠিক আর নিয়মনীতির হয়েছে আজ সৎকার।



সুদ বৈধ,ঘুষ বৈধ, বৈধ হয়েছে আরও কত কী!

ঘুষখোর আর যচ্চোর যত সমাজে পেলো আজ স্বীকৃতি।

বাকী ছিলো কশোর কিশোরীর অবাধ মিলন অধিকার

নৈপুণতায় করছে পুর্ণ AIDS নামের এই হাতিয়ার।

ইশ্বরবাণী দলিত আজ, শয়তান জয় জয়কার!



মনের ক্ষুধা মেটাতে গিয়ে বিবেকের যদি দেই বলিদান

মানুষ আর পশুর মাঝে থাকবে বলো কি ব্যবধান?

এটাওটা লাগবে কেন? এসবের কীই বা প্রয়োজন?

ইশ্বরবাণী মেনে চলি, সংযত রাখি তনুমন।

সংযত মন সুস্থ্য জীবন AIDS রোগের প্রতিকার।

X( X( X(

-----------------------♣--------------------



গানটা শুনে বেশ ভালো লাগলো। হঠাৎ করে কী মনে করে যেন দিন পাঁচেক আগে হায়দার হোসেনের সবগুলো এ্যালবাম ডাউনলোড করেছিলাম। গানগুলো শুনতে শুরু করার এক ঘন্টার মধ্যে বুঝলাম আমরা এদেশের সঙ্গীত ভক্তরা এমনি একজন সংগীতজ্ঞের জন্যে অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, যিনি জীবনমুখী গান করবেন, আবার উচ্চমানের টেক্সচারও অনুসরন করবেন।

ওনার গানগুলো্র কথায় আমি সেই ৭০ এর দশকের কীংবদন্তী, যেমন ডিলান, মার্লে, হ্যারিসনদের ছোঁয়া পাই। রাখঢাক বিহীন,

সত্য কথা স্পষ্টভাবেই বলে ফেলেন। আর সুরের কথা তো বলার অপেক্ষা রাখেনা। কাওয়ালী থেকে শুরু করে ক্লাসিক্যাল , পপ এমনকি হাল্কা রক মেজাজেও গান করেছেন মানুষটা।

...

অফিস যেতে হবে। বেশি কিছু লিখার সময় নাই। আগ্রহীদের জন্যে লিঙ্কটা দিলাম।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৭

ক্ষুদ্র মস্তিস্ক বলেছেন: ++++

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

ভবগুরে ছেলেটা বলেছেন: :P

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৭

সাহিিতযক েপ্রািটন বলেছেন: ভাল লেগেছে, সত্য কথা শুনতে বড় ভাল লাগে, কিন্তু বলার মানুষ খুবি কম।

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

ভবগুরে ছেলেটা বলেছেন: হ রে ভাই! ঠিক কইসেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.