![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হুদা একজন পাবলিক ভাই! আমারে নিয়া লিখার মত কিছু পাইলাম না।
রেণুর দাদা আমার দাদার চাচাতো ভাই, তিনি তার জীবনী লিখে রেখে গিয়েছিলেন সুন্দর বাংলা ভাষায়। রেণুও তার কয়েকটা পাতা পেয়েছিলো যখন তিনি সমস্ত সম্পত্তি রেণু ও তার বোনকে লিখে দিয়ে যান। রেণুর বাবা মানে আমার শ্বশুর ও চাচা তার সামনেই মারা যান। মুসলিম আইন অনুযায়ী রেণু তার সম্পত্তি পায় না। রেনুর কোন চাচা না থাকার জন্যে তার দাদা সম্পত্তি লিখে দিয়ে যান। আমাদের বংশের অনেক ইতিহাস পাওয়া যেত যদি তার জীবনীটা পেতাম। কিন্তু কে বা কারা সেটা গায়েব করেছে বলতে পারব না, কারণ অনেক কথা বের হয়ে যেতে পারে। রেণু অনেক খুঁজেছে, পায়নাই। এরকম আরো অনেক ছোটখাট গল্প আছে, কততা সত্য আর কতটা মিথ্যা বলতে পারি না।
---------------♣000♣000♣----------------
আমি বেগম ফজিলাতুন্নেসা মুজিব ওরফে রেণুর অংশগুলো তুলে ধরছি কেন?
কারণ উনাকে নিয়ে এরকম কথা অনেক রটানো হয়েছে যে মুজিব পত্নী নাকি পাকিস্তান যাবার জন্যে ১৯৭০ সাল থেকেই ভয়ে বাক্স পেটরা বেঁধে প্রস্তুত ছিলেন। কিন্তু শেখ মুজিবের পান্ডুলিপি বলছে এমন এক রেণুর কথা যে বাল্যকাল থেকেই স্বামীর এসব দস্যিপনার সাথে পরিচিত এবং কিশোরী হতে হতে তিনিও এগুলোতে অন্দর মহল হতে অংশগ্রহন করা শুরু করেছিলেন।
©somewhere in net ltd.