![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হুদা একজন পাবলিক ভাই! আমারে নিয়া লিখার মত কিছু পাইলাম না।
একটা ঘটনা লিখা দরকার, নিশ্চয়ই অনেকে আশ্চর্য হবেন। আমার যখন বিবাহ হয় তখন আমার বয়স বার-তেরো বছর হতে পারে। রেণুর বাবা মারা যাবার পরে ওর দাদা আমার আব্বাকে ডেকে বললেন,
"তোমার বড় ছেলের সাথে আমার এক নাতনীর বিয়ে দিতে হবে। কারণ আমি সমস্ত সম্পত্তি ওদের দুই বোনকে লিখে দিয়ে যাব।"
রেণুর দাদা আমার আব্বার চাচা। মুরব্বীর হুকুম মানার জন্যই রেণুর সাথে বিবাহ রেজিস্ট্রি করে ফেলা হল। আমি শুনলাম আমার বিবাহ হয়ে গেছে। তখন কিছুই বুঝতাম না, রেণুর বয়স বোধহয় তিন বছর হবে। পাঁচ বছর বয়সে তার মা মারা যান , রয়ে যান শুধু দাদা। সাত বছর বয়সে দাদা মারা যাবার পর সে আমার মা'র কাছে চলে আসে। আমার ভাইবোনের সাথেই রেণু বড় হয়। রেণুর বড় বোনেরও আমার এক চাচাত ভাইয়ের সাথে বিবাহ হয়।
-------------------♣000♣000♣---------------
©somewhere in net ltd.