নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবঘুরে ছেলেটা

দৈনন্দিন জীবনে যা ঘটছে মাঝে দিনলিপি আকারে ঐগুলা নিয়েই লিখবো ভাবছি.। জানি আপনারা পড়বেন। কিন্তু পড়ার সময় মনে রাখবেন এটা আমার ডায়েরী। আমার চিন্তা ভাবনায় যা আসে নির্দ্বিধায় লিখবো। এটা নিয়ে কারো সাথে কোন ঝগড়া করার ইচ্ছা আমার নাই। ঘাঁড় ধরে পড়াচ্ছিনা।

ভবগুরে ছেলেটা

আমি হুদা একজন পাবলিক ভাই! আমারে নিয়া লিখার মত কিছু পাইলাম না।

ভবগুরে ছেলেটা › বিস্তারিত পোস্টঃ

একজন মুক্তিযোদ্ধার বেঁচে যাওয়া শেষ ডায়েরী~১

১৫ ই মে, ২০১৩ দুপুর ২:০০

বেশ কিছুদিন আগে দিনলিপিতে বাবার ডায়েরীর কথা লিখেছিলাম যা এখন আমার কাছে। কেউ কেউ ডায়েরীটা দেখতে চেয়েছেন। তাই স্ক্যান কপি দিলাম।











--------------------♣000♣000♣----------------------

দ্বিতীয় পাতায় যেগুলো লিখা আছে সেগুলোই উনাদের অনুপ্রেরণার উৎস ছিলো। যেমন,



এবারের সংগ্রাম- আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম- স্বাধীনতার সংগ্রাম। == বঙ্গবন্ধু



[এই কথাটি কিন্তু যেমন তেমন কথা নয়। বঙ্গবন্ধুর এই কথার পেছনে ছিল অনেক বিপ্লবীর উৎকন্ঠিত নিশ্বাস । এটি বহুদিনের ধৈর্য্যের বাঁধ ভাঙ্গার ঘোষনা । ডায়েরীটা আরও পড়তে থাকলে এটার গুরুত্ব বুঝা যাবে।]



♦ গেরিলা যুদ্ধে অস্ত্র এবং অস্ত্রের পেছনে মানুষ কেউই যুদ্ধ করেনা বরং অস্ত্র এবং মানুষের পেছনে যে আদর্শ তাই যুদ্ধ করে।

=== সিরাজুল আলম খান



কামিনী এবং কাঞ্চন বিপ্লবের পরিপন্থী। == নেতাজী



♦ শান্তিপুর্ণ দাসত্বের চেয়ে বিপদসংকুল স্বাধীনতা আমার পক্ষে শ্রেয়।

== রুশো

[ কিন্তু আমি যত যায়গায় খুঁজেছি সবখানে এই উক্তির বক্তা হিসেবে থমাস

জেফার্সনের নামই পেয়েছি।
]



♦ বন্ধু, তোমার ছাড় উদ্ব্যেগ।

বাংলার মাটি - দুর্জয় ঘাঁটি , বুঝে নিক দুর্বৃত্ত। == সুকান্ত



জনগনই রাজনৈতিক ক্ষমতার মূল উৎস। == বঙ্গবন্ধু

[এখনকার কোন দলই এই আদর্শে নেই।]



শাষনতন্ত্রের প্রশ্নে জনগনের রায়ই শেষ কথা। == সোহরাওয়ার্দী

-------------------------♣000♣000♣----------------------



ছবি স্পষ্ট না দেখা গেলে এখান থেকে দেখতে পারেন।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৩ রাত ৯:২১

অমৃত সুধা বলেছেন: ‘প্রধানমন্ত্রীর জীবন হুমকির মুখে’
http://dhakajournal.com/?p=7551

২| ১৭ ই মে, ২০১৩ সকাল ৯:২৪

লেখাজোকা শামীম বলেছেন: আপনার বাবার ডায়েরি দেখে ভালো লাগল। এই রকম বিপ্লবীরা ছিলেন বলেই আমরা আজ স্বাধীন দেশে বাস করি। স্যালুট বিপ্লবীকে।

১৭ ই মে, ২০১৩ দুপুর ২:৩২

ভবগুরে ছেলেটা বলেছেন: ধন্যবাদ শামীম ভাই।

৩| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৫২

ভিজাবেড়াল বলেছেন: অসাধারন। আমি অস্ট্রেলিয়া তে একটা বাংলা পত্রিকায় সামান্য লেখালিখি করি। আপনার বাবার এই ডাইরি কি আপনার নাম সহ ছাপাতে পারব?

১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৫

ভবগুরে ছেলেটা বলেছেন: ভিজা বেড়াল ভাই, আগে পুরোটা শেষ করি, তারপর আব্বুর অনুমতি নিয়ে জানাবো ইনশাআল্লাহ।

৪| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫০

অনির্বাণ তন্ময় বলেছেন:
ধন্যবাদ স্ক্যান কপি দেওয়ার জন্য। আশা করি ক্রমান্বয়ে পুরো ডায়েরীটাই পাব।

প্লাস।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.