![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাব্বি । বয়স মাত্র ৩৩ দিন। ইতোমধ্যেই রাব্বির পাকস্থলীতে তিনটা মেজর অপারেশন করতে হয়েছে। উপরন্তু আরেক সমস্যা হল রাব্বির রক্তে প্লাটিলেটস এর সংখ্যা মাত্র ১২০০০-১৫০০০ যা স্বাভাবিক রক্তে থাকে ২৪০০০০-২৫০০০০। সেজন্য প্রতিদিনই রাব্বিকে ১০০ মিলি করে নতুন রক্ত দিতে হচ্ছে। এজন্য প্রচুর রক্ত দরকার। রা্ব্বির রক্তের গ্রুপ এবি+ যা আ্মাদের মাঝে দূর্লভ নয়। আপনার আমার একব্যাগ বা ৩০০ মিলি রক্ত রাব্বিকে নতুন জীবন দিতে পারে। রা্ব্বি বর্তমানে শ্যামলীতে অবস্থিত ঢাকা শিশু হাসপাতালে ভর্তি আছে। আমার ফ্রেন্ড লিস্টের যাদের রক্তের গ্রুপ এবি+ এবং দেওয়া সম্ভব এবং ঢাকাতে আছেন তারা অবশ্যই রাব্বির জন্য এগিয়ে আসুন।
রাব্বি ফাইট করতেছে । কারন তার প্লাটিলেটসের সংখ্যা ইতিমধ্যে ৪০০০০ ক্রস করেছে। প্রতি মূহুর্তে যা আরও বাড়তেছে। ৩৩ দিন আগে যার ওজন ছিল ৩ কেজি বর্তমানে সেটা ১.৫ কেজিতে নেমেছে। আমি রাব্বিকে হাসপাতালে গিয়ে দেখে এসেছি এবং আমার রক্ত হতে ৩০০ মিলি রাব্বিকে দিয়ে এসেছি। আপনার যে রক্ত কনিকা ১২০ দিন পর এমনিতেই মারা যাবে সেগুলো রাব্বিকে দিলে রাব্বি বেচে যাবে। রাব্বি কিন্তু ফাইট করতেছে। তাই এগিয়ে আসুন রাব্বির জন্য।
যোগাযোগ করুন রাব্বির বাবার সাথে-০১৭২৪৩৯৯৪২৩ অথবা আমার সাথে ০১৭১১১২২৯১২। আমি নিজে আপনাকে গাইড করে রাব্বির কাছে নিয়ে যাব। বাসভাড়া রিকসা ভাড়া সব এই বেকার পকেট থেকেই দিব। শুধু আপনার কাছে চাই কয়েক ফোটা রক্ত।
রাব্বি আপনার যেমন কেউ নয় আমারও কেউ নয়। রাব্বির বাবা অনলাইন থেকে আমার নাম্বার সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করেছে। সুতরাং আপনিও এগিয়ে আসুন। কারন রাব্বি আ্মাদের সবার।
শুধুমাত্র রাব্বির জীবনের জন্য এই পোস্টটি সবাই শেয়ার করুন। কোন লাইক চাই না। শুধু এবি+ রক্ত চাই। আপনার গ্রুপ না মিললেও আপনার শেয়ার করার কারনে হয়ত রাব্বি বেচে যাবে।
মডারেশনের কাছে আবেদন সম্ভব হলে পোস্টটি স্টিকি করুন ।
©somewhere in net ltd.