![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌলবাদীদের চাপাতির ধারা ধর্মানুভূতিতে আঘাত করা এবং কুপিয়ে মানুষ মারার মাঝে কোন তফাত নেই। ইসলামী মৌলবাদীদের বক্তব্য ফুটে আসে নানান কায়দা দিয়ে এই হিংস্র অনুভূতি বাড়াতে অজ্ঞাতসারেই ভূমিকা রেখেছিলেন তারাও কি কখনো বিবেকের তাড়না অনুভব করেন? নাকি এখনো শুধু ইহা সহি ইসলাম নহে, কোরানে এই লেখা নেই এই লেখা আছে, বিদায় হজ্জ্বের বানী কত মধুর এইসব বলে বলে বিবেকের দায় এড়াবেন এবং সাথে মুফতে জনপ্রিয়তাও কুড়াবেন? নির্মম সত্য হল অশিক্ষিত ধর্মব্যাবসায়ী, কাঠমোল্লা, মৌলবাদী । পাপ বাপকেও ছাড়ে না, এক সময় দেখা যাবে। মৌলবাদীদের মেধর্মানুভূতি দি্যে আঘাত করা এবং কুপিয়ে মানুষ মারার মাঝে কোন তফাত নেই।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৪৬
মোহাম্মদ আলী হুসেন বলেছেন: নাস্তিক