নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাকিব আজাদ

সাকিব আজাদ › বিস্তারিত পোস্টঃ

রহস্যময়তা!

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৭

টিভি চ্যানেলগুলা যদি রাতের ঢাকা সম্পকৃত কোন প্রতিবেদন প্রকাশ করে তবে তার শিরোনাম থাকে 'রাতের রহস্যময় ঢাকা/অন্য এক ঢাকা' টাইপ কিছু একটা যাতে তুলে ধরে চুরি, ছিনতাই, প্রস্টিটিউশনসহ নানা ক্রাইম অথছ এই ক্রাইমগুলাতে রহস্যময়তার কিছুই নাই। শুধু ঢাকাই নয় বিশ্বের বড় বড় শহরগুলাতে রাতের আধারে এই ক্রাইমগুলা খুবই স্বাভাবিক।

বরং ক্যামেরাগুলা যদি চলে যেত মিরপুর ১০ এর গোলচত্তরে যেখানে বৃদ্ধা চাচা এত রাতেও রিক্সা নিয়ে দাড়িয়ে আছে বাড়তি কিছু ইনকামের আশায়। আগামী সপ্তাহে মেয়ের বিয়ে যে!

ক্যামেরাগুলা যদি চলে যেত ফার্মগেটের ফুটপাথে যেখানে সারা দিনের পরিশ্রম শেষে খোলা আকাশের নিচে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে বাবা-মাসহ পাঁচ ছেলেমেয়ে, একজনের গায়ে আরেকজন পা তুলে!

ক্যামেরাগুলা যদি চলে যেত বৃদ্ধাশ্রমগুলাতে যেখানে বৃদ্ধা বাবা-মার মুখে স্যুপ তুলে দিচ্ছে রক্তের সম্পর্কবিহীন কোন এক ছেলে বা মেয়ে!

ক্যামেরাগুলা যদি চলে যেত কলসেন্টারগুলাতে যেখানে কিছু তরুণ্ সারা দিনের ক্লাশ এগ্জাম শেষে চ্যাট, স্কাইপ, ভাইবার বাদ দিয়ে নির্ঘুম চোখে পার্ট টাইম ডিউটি করে যাচ্ছে সেমিষ্টার শেষে টিউশন ফি জোগাড়ের জন্যে!

তবে সেটাই তো হত রহস্যময় ঢাকারে পাগলা!

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৯

প্রামানিক বলেছেন: ক্যামেরাগুলা যদি চলে যেত কলসেন্টারগুলাতে যেখানে কিছু তরুণ্ সারা দিনের ক্লাশ এগ্জাম শেষে চ্যাট, স্কাইপ, ভাইবার বাদ দিয়ে নির্ঘুম চোখে পার্ট টাইম ডিউটি করে যাচ্ছে সেমিষ্টার শেষে টিউশন ফি জোগাড়ের জন্যে!

ভালই বলেছেন। ধন্যবাদ

২| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবাই মূলে না গিয়ে আলগা বাহবা পেতে ভালবাসে...

গেলে দেশটা কতইনা এগিয়ে যেত।

আপনার আইডয়া গুলো দিয়েও প্রস্তাবনা জমা দিতে পারেন।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এদের কোন ক্রিয়েটিভিটি নাই। এরা খালি চকের ইফতারি, ঢাকা ছাড়ছে মানুষ, ঢাকা আসছে মানুষ, কাঁচা মরিচের দাম (মনে হয় যেন তার রিপোর্ট দেখে বাজার করা হবে) - টাইপের রিপোর্ট করতে জানে।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২০

সচেতনহ্যাপী বলেছেন: প্রামানিক,বিদ্রোহী ভৃগু এবং বিচার মানি তালগাছ আমার এই তিনজনই বলে দিয়েছেন বাস্তবতা।।আসলে সাংবাদিকতা যে শিল্প তা এর মালিকেরা জানেন না।। তাই তো নির্দেশ থাকে.......।।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৩২

ক্যান্সারযোদ্ধা বলেছেন: নির্মম সত্যি!

৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: এক বৃদ্ধ ফলবিক্রেতাকে দেখি ফুটপাতে দাড়িয়ে ফল বিক্রি করতে ।যেন জীবন্ত এক দুখের কবিতা ।কথাগুলো মনে ধরেছে ।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৪

শামছুল ইসলাম বলেছেন: টিভি চ্যানেলের ক্যামেরার পিছনের মানুষ বা মালিক কেউ কি আপনার পোস্টটা পড়েছে?
যদি পড়ে থাকে কিছুটা ভাবান্তর হওয়ার কথা।
কিছু পাগলা ক্যামেরামান আসলেই দরকারঃ
//তবে সেটাই তো হত রহস্যময় ঢাকারে পাগলা!//

ভাল থাকুনা। সবসময়।

৮| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৪

ভিটামিন সি বলেছেন: লেখা ও লেখার উপজীব্য ভালো লেগেছে। কিন্তু কে হবেন সেই ক্যামেরাম্যান, কে হবেন সেই অনুষ্ঠানের প্রযোজক, কোন টিভিতে প্রচার হবে সেটি আর দেখবেই বা কারা?

৯| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩১

রমিত বলেছেন: খুব সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। রাতের ঢাকার ঐ দৃশ্যগুলো গুরুত্বপূর্ণ। এছাড়া খুব ভোরের ঢাকার কিছু চিত্রও উল্লেখযোগ্য।

১০| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫

গেম চেঞ্জার বলেছেন: মন থেকে ভাললাগা কাজ করলো। আপনার এ পোস্টটা যদি উনাদের চোখে পড়ে অবশ্য খালি চোখে না মনেও লাগতে হবে তবেই কিছু একটা পদক্ষেপ নিত তারা।


আরেকটা কথা- আপনি কমেন্টে লাইক দিয়ে দায় সারছেন কেন? রিপ্লে করলে কমিউনিকেশন ভাল হয়। সবুজ তীর চিহ্ণিত লিংকে ক্লিক করলেই তো রিপ্লে বক্স আসবে।

১১| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০২

ঝটিকা বলেছেন: ভালো বলেছেন

১২| ১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৪

সুমন কর বলেছেন: অল্প কথায় ভালো বলেছেন। সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.