নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাকিব আজাদ

সাকিব আজাদ › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন

১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৬

আজ যদি অনলাইন নিউজপোর্টালগুলা নিউজ করে- 'যে কারণে নেংটু ছিলেন হুমায়ূন' বা 'মায়ের বুকে লাথি মেরেছেন বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ' শিরোনামে তাহলে মোটেও অবাক হব না কারণ জন্মের দিনে প্রোবাবলি এই কাজগুলা আমিও করেছি!

আজ যদি সেই মহামান্য বুদ্ধিজীবিগণ বিবৃতি বা বক্তৃতা দেন- 'এই দিনে বাংলাদেশ পেয়েছিল হুমায়ূনের মত একজন উচু মানের কথাসাহিত্যিক! ছোটবেলায় যখন আমি আর হুমায়ূন ভার্সিটিতে একসাথে সেলফি তুলতাম তখনই আমি বুঝেছিলাম ও একদিন বড় লেখক হবে!' তাহলেও আমি অবাক হব না কারন উনি নিশ্চয়ই কবর থেকে উঠে এসে বাম গালে একটা চড় দিয়ে জিজ্ঞেস করবে না যে, কিরে বদ আমি তোর কোন কালের বন্ধু ছিলাম রে!

আজ যদি কেউ স্ট্যাটাস দেয় 'আই রিয়েলি মিস ইউ হুমায়ূন! জানি না কোথায় আছ বাট যেখানেই থাক আমি তোমাকে এত্তগুলা লাব ইউ! বাই দা ওয়ে তোমার তিন গোয়েন্দা উপন্যাসটা কিন্তু অনেক জ়োশ ছিল বিশেষ করে রবিন আর ওর জিএফ এর ডেটিং এর ব্যাপারটা' তাহলেও আমি অবাক হব না কারণ জীবিত থাকলে এই স্ট্যাটাস পড়ে নিশ্চয়ই হুমায়ূন বই লেখা বাদ দিয়ে সুইসাইড নোট লেখা শুরু করতেন না!

তবে আজ যদি রাস্তায় নেমে বইয়ের দোকানে হুমায়ূন আহমেদের নতুন কোন বই ঝুলতে দেখি তাহলে সত্যিই অবাক হব কারণ জন্মদিন তো উনার সারপ্রাইজিং গিফট আমি কেন পাব!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.