নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ ও মা কে রাখিব সদা দালাল মুক্ত

::::::::::দেশ ও মা কে রাখিব সদা দালাল মুক্ত::::::::::

সাকি বিল্লাহ্

দেশ ও মা কে রাখিব সদা দালাল মুক্ত

সাকি বিল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

হাফপ্যান্ট পড়া ভদ্রলোক-২: “সুন্দরবন পৃথিবীর সবচাইতে বিপদসংকুল বন ও একই সাথে সবচাইতে সুন্দর বন “

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৭

বেয়ার গ্রিল(Bear Grylls) কে একবার ইমেইল করেছিলাম, বাংলাদেশের সুন্দরবনে ম্যান ভার্সাস ওয়াইল্ড করার জন্য । ২ মাস পর উত্তর এল, আমাদের আপতত কোন আগ্রহ নেই, ইমেইলের জন্য ধন্যবাদ ।

--কিন্তু আমার মনে হয় বেয়ার অনেক ভয় পেয়েছে কারন সুন্দরবন হচ্ছে পৃথিবীর সব চাইতে বিপদসংকুল ম্যানগ্রোভ বন । এই বনে পানিতে লোনা পানির কুমির, ডাঙ্গায় মানুষ খেকো হিংস্র বাঘ আর বিশ্বের অন্যতম বিষাক্ত সব সাপের আড্ডাখানা ।



ডিসকভারী কিংবা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলও রীতিমত ভয় পায় এই বনে কোন ডকুমেন্টারী তৈরী করতে । বনের অধিকাংশ গাছের শ্বাঁসমূলের কারনে ভিতরে গাড়ী তো দূর থাকুক, মানুষই চলাচল করতে হিমসিম খায় । এছাড়াও বনে আছে ভয়ংকর সব বিচ্ছু মৌমাছির দল, কথিত আছে মৌমাছির কামড়ে অনেক মানুষ মৃত্যুবরন করেছে, আছে হাজারো রকমের পোকামাকড় তাই বেয়ারের মত সাহসীরাও পিছপা হয় ।



শুনেছি সুন্দরবনে নাকি খাদ্য সংকটের কারনে বাঘ প্রায়ই লোকালয়ে ঢুকে পড়ে আর বাধে মানুষ ও বাঘের লড়াই । লড়াইয়ে বেশিরভাগ সময়ই মানুষ জয়ী হয় আর মৃত্যুবরন করে নীরিহ বাঘ । অন্যদিকে নিঝুম দ্বীপে প্রায় ২২ হাজার হরিণ খাদ্য সংকটে অনাহার ও অর্ধাহারে দিনাতিপাত করছে, অনেক ক্ষেত্রে এসব হরিণ গাছের বাকল খেয়ে কোন রকমে দিন পার করছে । রোগাক্রান্ত হয়ে মারাও যাচ্ছে । বিশেষজ্ঞদের মতে নিঝুম দ্বীপে ৭-৮ হাজার হরিণ এর জন্য উপযুক্ত বিচরন ভূমি ।

যদি প্রতিবছর এ দ্বীপ থেকে কিছু সংখ্যাক হরিণ সুন্দরবনে ছেড়ে দেয়া হয় তাহলে নিঝুম দ্বীপ ও সুন্দরবন দুটোই সংকট থেকে মুক্তি পায় । শুধু মাত্র বন অধিদপ্তর এর কয়েকটি পদক্ষেপ দরকার আর কিছুই না ।



সুন্দরবন ও দেশের প্রাকৃতিক সম্পদ বাঁচাতে আসুন আমরা সবাই শপথ নেই ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৩:৫৬

আমিজমিদার বলেছেন: ভালা কইছেন ।

২৪ শে জুলাই, ২০১৪ সকাল ৭:৫১

সাকি বিল্লাহ্ বলেছেন: ধন্যবাদ জমিদার বাবু ।

২| ২৪ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৫৪

টয়ম্যান বলেছেন: সুন্দরবন ও দেশের প্রাকৃতিক সম্পদ বাঁচাতে আসুন আমরা সবাই শপথ নেই ।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৭

সাকি বিল্লাহ্ বলেছেন: সহমত । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.