![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাকিব শাহরিয়ার। যেহেতু পৃথিবীর বুকে নিজের অস্তিত্ব অনুভব করি সেহেতু আমি একজন মানুষ। তবে বিবেকের কাঠ গড়ায় দাড়ালে কতটা হতে পেরেছি তা বলতে পারি না। তবুও আমি একজন মানুষ বা মানুষ হওয়ার প্রত্যাশায় তপস্যা রত এক সত্তা বলে নিজেকে পরিচয় করিয়ে দিতেই বেশি সম্মান বোধ করি।
আমি আমার মত
আমার মত আমার পৃথিবী
আমার কষ্টের রঙ গুলো আমার মত
সবার অলক্ষ্যে ঝরে পড়া
অশ্রুবিন্দু গুলোও আমার মত।
আমি আমার মত
আমার মত আমার পৃথিবী
আমার স্বপ্নের রঙ গুলো আমার মত
আমার সাদাকাল বাস্তবতা গুলোও
আমার আমার মত।
যেমন তুমি তোমার মত
তোমার মত তোমার সত্বা
এক মহা পবিত্র আত্মা
তোমার তুমিত্ব আর আমার আমিত্বেই
তো আমাদের অস্তিত্ব......?
©somewhere in net ltd.