নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবর্ন স্বপ্নাবলী নিয়ে অর্ধ জীবন্ত এক অস্তিত্ব আমি। খুব সতর্ক পায়ে হেটে চলি এই ভূমন্ডলে ও স্থির দৃষ্টিতে চেয়ে থাকি শূন্য পানে নিজের অস্তিত্বের ব্যাখ্যা খুঁজতে।

সাকিব শাহরিয়ার

আমি সাকিব শাহরিয়ার। যেহেতু পৃথিবীর বুকে নিজের অস্তিত্ব অনুভব করি সেহেতু আমি একজন মানুষ। তবে বিবেকের কাঠ গড়ায় দাড়ালে কতটা হতে পেরেছি তা বলতে পারি না। তবুও আমি একজন মানুষ বা মানুষ হওয়ার প্রত্যাশায় তপস্যা রত এক সত্তা বলে নিজেকে পরিচয় করিয়ে দিতেই বেশি সম্মান বোধ করি।

সাকিব শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

অস্তিত্বের অন্তরালে: ৯ (১৮+)

১১ ই জুলাই, ২০১৩ রাত ১:১৩

রুবাইয়াতের মধ্যে এখনো হাসব্যান্ডলি ব্যাপারটা জন্মাচ্ছে না। সে সব সময় তার নিজস্ব চিন্তাগুলো নিয়ে ব্যস্ত থাকে। এটা নিয়েই অরনীর যত চিন্তা। বিয়ের প্রায় বছর ঘুরতে চলল কিন্তু রুবাইয়াতের চাকরী করার ব্যাপারে চরম উদাসিনতা। এদিকে অরনীর একটার পর একটা বিয়ে এসেই যাচ্ছে। পড়াশোনার কথা বলে আর কতদিন? তার বাবার অসুস্থতা বাড়েই চলছে। পেনশনের যা কিছু টাকা ছিলো তা ব্যংকে ফিক্সড ডিপোজিট করে কিছু টাকা আয় হয় তা দিয়েই কোনো মত খুড়িয়ে খুড়িয়ে চলছে তাদের সংসার। এমন একটা সময় রুবাইয়াতের এরকম উদাসিনতা খুবই কষ্ট দিচ্ছে অরনীকে। সে কোনো কিছুই যেন কেন সিরিয়াসলি নিতে চায় না। সব কিছুতে কেমন যেন একটা উদাস উদাস ভাব।
অরনী এবারের সামার ভেকেশনে তার মাকে বলতে চেয়েছিলো রুবাইয়াতের সাথে তার বিয়ের কথাটা। কিন্তু কিভাবে বলবে? বললেই তো তার মা জিজ্ঞেস করবে ছেলে কি করে? কত টাকা আয় করে? এমন সময় অরনী কিভাবেই বা বলবে যে সে পরিবারের এমন অবস্থায় সারা জীবনের জন্য তার জীবনটাকে সমর্পন করেছে এক বেকার যুবকের হাতে। তাহলে কি সে ভুল করলো? তার কি উচিত হয়নি? এখন তার জন্য কত ভালো ভালো জব করা ছেলে আসছে তাকে বিয়ে করার জন্য। যাদের এক জনের কাধে ঝুলে পড়লেই নিশ্চিন্ত হতে পারে সে ও তার পরিবার। বারবার ই সে এসব কথা বলতে চায় রোবাইয়াতকে, কিন্তু বললেই তার মুখ কেমন যেন কালো হয়ে যায়। সে আর কিছু বলে না চুপ করে থাকে।
- কি? কি ভাবছো এত?
- এত তাড়াতাড়ি নামায পড়া শেষ?
- হুম, খালি ফরযটা পড়ে চলে এসেছি।
- ফাকিবাজ।
- নাহ তুমি একলা বসে আছো তাই।
- নিজে তো ঠিকি নামায পড়ে আসলেন। আর আমার নামাযটা তো দিলেন কাযা করে।
- ইস আমি কখন কাযা করলাম?
- আপনি না তো কে? কে আমাকে আজ আসতে বলল?
- হুম, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিলো তাই।
- সত্যি?
- হুম।
- আপনার তো আমাকে কখনো দেখতে ইচ্ছে করে না। তা আজ হঠাত কেন?
- কি জানি।
- কি জানি না, বলেন।
- সত্যি বলছি বলতে পারছি না। বিকেলে ঘুম থেকে উঠে যেন কেমন ফাকা ফাকা লাগছিলো। মনে হচ্ছিলো আমার কেউ নাই কিছু নাই। এই প্ৃথিবীতে আমি কেন আসলাম? কিবা আমার কাজ। তখন মনে হয়ে গেলো নাহ কে বলেছে আমার কেউ নাই? সোনা বঊ আছে না আমার সাথে?
- (এক সুখের দোলায় পরম আনন্দে ঝাকি খায় অরনী) তাই?
- হুম। তুমিই তো আমারা জীবনের শত অপূর্ণতার মাঝে এক অসীম পূর্ণতা।
- তাই কখনো তো বলেন না।
- কখনো তো আজকের মত মনে হয়নি।
- আজকে কেমন মনে হচ্ছে?
- জানি না, বিকেলে ঘুম থেকে উঠার পরে মনে হচ্ছে তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নাই।
- হি হি হি। আপনি তো পুরোই ছোট বাচচাদের মত করছেন আজ।
- হুম, কেমন যেন লাগছে ঠিক বুঝাতে পারছি না।
- ধুর, এই সব চিন্তা বাদ দেন ঠিক হয়ে যাবে।
- আচ্ছা দিলাম।
- আপ্নি আজকেও নাকের লোম কাটেন নি তাই না?
- এই অন্ধকারে তুমি দেখলে কিভাবে?
- দেখব না কেন? কি বিশ্রি ভাবে বের হয়ে আছে।
- আচ্ছা তুমি পুলিশে চাকরী করলে খুব ভালো হত।
- কেন?
- না পুলিশ না ল পরলে আর ভালো করতে পারতে।
- কেন?
- এই যে সারাদিন মানুষের লেজের সাথে লেগে থেকে ইনভেস্টিগেশন করো যে সে কি করেছে আর না করেছে।
- কি তার মানে আমি পুলিশ?
- তা নয়ত কি? কই আসলাম একটু রোমান্টিক প্রেম ভালোবাসার কথা বলব না শুরু করে দিয়েছে আমি নাকের লোম কেটেছি না কাটিনি এই সব। আমার নাকের লোম তোমাকে কামড় মেরেছে?
- ছেদারে তো একটা বুঝবেন কি করে?
- তোমাদের মেয়ে মানুষের এই একটা সমস্যা। বিরক্তিকর প্রাণী। সারাদিন ছেলেদের কানের কাছে এফ এম রেডিও র মত ঘ্যানর ঘ্যানর করতে না পারলে ষোলো কলা পূর্ণ হয় না।
- কি আমি ঘ্যানর ঘ্যানর করি?
- শুধু কি ঘ্যানর ঘ্যানর কর? সুযোগ পেলে তো কেচর কেচর পেচর পেচর ও কর।
- ঘ্যানর ঘ্যানর আর কেচর কেচর পেচর পেচর এর মধ্যে পার্থক্য কি?
- আমি কি জানি? হবে কিছু একটা খারাপ যা কর সারাদিন ভর।
- আপনি একটা নেমক হারাম।
- কেন?
- এইসব তো আপনার ভালোর জন্যই করি।
- তা বলে নেমক হারাম হব কেন? নিমক হারাম মানে তো যে তোমারটা খেয়ে তোমার সাথে বেইমানি করে।
- আরে ধুর। এই খারাপ একটা কিছু বুঝে নেন না। সব কিছু কি অর্থের সাথে মিলতে হবে নাকি? মানুষ বকা দেয় মনের খায়েস মেটানোর জন্য। আমার মনের খায়েস মিটলেই তো হয়। অর্থ হতে হবে তা তো নয়। আপনি আবার আপনার এই মুরগী চোর মার্কা নিম দাড়ি রেখেছেন না?
- মুরগী চোরের আবার দাড়ি থাকে নাকি?
- না, তবে এই দাড়ি রাখলে আপনাকে দেখলে কেমন যেন মুরগী চোর মুরগী চোর মনে হয়।
- মুরগী চোরই তো, তাহলে মুরগী চোরের মত লাগবে না তো কার মত লাগবে?
- মানে?
- মানে বোঝোনি? তোমরা যারা হলে থাকো তারা তো মুরগী ই। মুরগীর মত একটা নির্ধারিত সময়ে খোয়াড় থেকে বের হও আবার খোয়াড় বন্ধ হওয়ার সময় হলে খোয়াড়ে চলে যাও।
- ইস শখ কত সারাদিন কি হল গেট খোলা থাকবে নাকি?
- সারাদিন কেন হবে সারারাত খোলা থাকতে পারে না?
- ইস, কেন খোলা থাকলে কি করবেন?
- সারারাত তোমাকে নিয়ে গল্প করব, ঝগড়া করব আবার আদর করব।
- না আমার ভয় করে।
- কেন?
- পুরুষ মানুষ শয়তানের ভাই। সারাদিন শয়তান তাদের কাধে ভর করে থাকে।
- তাই, আমার সাথে রাত কাটাতে ও তোমার ভয় করে?
- হুম
- কেন?
- কেন জানেন না?
- না
- না জানলে থাক।
- না থাকবে কেন বলো।
- না বলতে পারবো না আমার লজ্জা লাগে।
- ইস লজ্জা কি লজ্জা। মাইয়ার গতর ভরা খালি শরম।
- সরেন ফাজলামি করবেন না।
- না সরব না।
- ইস মানুষ দেখলে কি বলবে? উফ ছাড়েন তো।
- না ছাড়বো না।
- না ছাড়েন প্লিজ প্লিজ প্লিজ।
- আচ্ছা।
- আপনি দিন দিন খুব ফাজিল হয়ে যাচ্ছেন। আগে তো বলেও কিছু করানো যেত না আর এখন খালি হাত চলে না?
- হুম তোমাকে দেখলে আমি তুলা রাশি হয়ে যাই।
- তুলা রাশি মানে?
- তুলা রাশি মানে জানো না? যাদের হাত অটো চলে তাদের তুলা রাশি বলে। বাটি পড়া দেখনি কখনো?
- না
- আচ্ছা দেখতে হবে না। এখন আমার হাতের নাচন কোদন দেখলেই বুঝতে পারবে বাটি পড়া দিলে তুলা রাশির হাত কি করে।
- না।
- না করে লাভ কি আমার হাত তো তুলা রাশি এখন। আমার কোনো কনট্রল নাই আমার হাতের উপর। তোমার যে কোন স্পর্শ কাতর জায়গায় হাত পরতে পারে।
- উহু চারদিকে কত মানুষ।
- আমি তো তুলা রশি।
- উহু হয়েছে। এবার ছাড়েন।
- বাটি চালান তো শেষ হয়নি এখনো।
- ফাজলামো করছেন কেন, ছাড়েন।
- আর একটু।
- না একদম ভালো হবে না বলে দিচ্ছি।
- কি হবে?
- কি হবে, না? দাঁড়ান দেখাচ্ছি কি হবে।
- উফ মা। এত জোড়ে কেউ খামচি দেয়? দেখ পাঁচ আঙ্গ্ুলের দাগ হয়ে গেছে।
- বেশ হয়েছে। লম্পট কোথাকার।
- ক্ষেত্র বিশেষ প্ৃথিবীর সব পুরুষই লম্পট। পুরুষেরা লাম্পট্য বন্ধ করে দিলে মানব স্রৃষ্টির প্রক্রিয়া বন্ধ হয়ে যেত।

(চলবে)
আগের অংশ পড়ুন
অস্তিত্বের অন্তরালে: ৩ - ২

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪১

সপ্নাতুর আহসান বলেছেন: চলুক।
এক সুখের দোলায় পরম আনন্দে ঝাকি খায় অরনী, একটু অড লেগেছে।
১৮+ ট্যাগ দেয়ার কারণটা বুঝলাম না।

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১১

সাকিব শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ সপ্নাতুর আহসান ভাই। এক সুখের দোলায় পরম আনন্দে ঝাকি খায় অরনী এইসব কিছু বাক্য চলে এসেছে লেখার সময় আর কিছু এডাল্ট ব্যাপারও ছিল- যা ১৮ - বাচচাদের না পড়াই ভালো। আমি রাইটার হিসেবে আমার দায়টুকু কাটালাম ১৮+ ট্যাগ করে। যেমন সিগারেটের প্যাকে লেখা থাকে ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

২| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৮

প্রত্যাবর্তন@ বলেছেন: ১৮+ ট্যাগ দেয়ার কারণটা বুঝলাম না।

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৬

সাকিব শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ প্রত্যাবর্তন@ ভাই। লেখার সময় কিছু এডাল্ট ব্যাপার চলে এসেছিল আনমনে- যা ১৮ (-) বাচচাদের নাগালের বাইরে রাখাই ভালো। আমি রাইটার হিসেবে আমার দায়টুকু কাটালাম ১৮+ ট্যাগ করে। যেমন সিগারেটের প্যাকে লেখা থাকে ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.