![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাকিব শাহরিয়ার। যেহেতু পৃথিবীর বুকে নিজের অস্তিত্ব অনুভব করি সেহেতু আমি একজন মানুষ। তবে বিবেকের কাঠ গড়ায় দাড়ালে কতটা হতে পেরেছি তা বলতে পারি না। তবুও আমি একজন মানুষ বা মানুষ হওয়ার প্রত্যাশায় তপস্যা রত এক সত্তা বলে নিজেকে পরিচয় করিয়ে দিতেই বেশি সম্মান বোধ করি।
ভালো লাগা ভালোবাসা
জং ধরা মিছে আশা।
গল্পের ফাদে ফাসা
বালু দিয়ে বাধা বাসা।
আশাগুলো মরীচিকা
বসে আছি আমি একা
শহরটা যেন ফাকা
আবেগের ছিপি আটা।
বেচে আছি মদের বোতলে
জানি না কে কোন কূলে
এ চোখে স্বপ্নদোলে
মেঘেরা ভেসে চলে দিগ্বালয়ে।
তবু কিছু ভালোবাসা জমা থাক
কিছু আশা বেচে থাক
কিছু স্বপ্ন জমে থাক
এ রাত জাগা দুটোচোখে।
ঘুম গুলো উড়ে যাক।
ব্যাথা গুলো জমে থাক
আলো গুলো নিভে যাক
এ নিশাচর ফ্ল্যাটে।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২০
সাকিব শাহরিয়ার বলেছেন: ইহা নিছক কবিতা ব্যাক্তিগতভাবে নেওয়ার কিছু নাই। ধন্যবাদ।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৪
তারেক_মাহমুদ বলেছেন: ভাল হয়েছে
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২১
সাকিব শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: বেশ ভালো।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪
সাকিব শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ ভাই
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৯
ওমেরা বলেছেন: কবিতা সুন্দর হইছে।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪১
সাকিব শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৩
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল ।
তবে মদের বোতলে থাকা কে বেঁচে থাকা বলে না ।