![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাকিব শাহরিয়ার। যেহেতু পৃথিবীর বুকে নিজের অস্তিত্ব অনুভব করি সেহেতু আমি একজন মানুষ। তবে বিবেকের কাঠ গড়ায় দাড়ালে কতটা হতে পেরেছি তা বলতে পারি না। তবুও আমি একজন মানুষ বা মানুষ হওয়ার প্রত্যাশায় তপস্যা রত এক সত্তা বলে নিজেকে পরিচয় করিয়ে দিতেই বেশি সম্মান বোধ করি।
- না ফাতেমা, তোকে আমি কখনো স্পর্শ করতে পারবো না।
- কেনো?
- তুই তো আমার দেবী,যাকে আমি অহর্নিশ পূজো করি, স্পর্শ করে তার পবিত্রতা নষ্ট করতে পারব না।
- সরি সরি। আমি এইসব দেবী টেবী হতে পারবো না।
- কেন?
- এইসব ইমোশনাল কথাবার্তা হচ্ছে পুরুষদের ধান্দাবাজি। হঠাৎ ইচ্ছে হয় তো কাউকে দেবী বানিয়ে দিনরাত পূজা আর ভক্তি শ্রদ্ধা শুরু করে, সাতদিন পর আবার সে দেবীকেই জলে ফেলে আকাশ বাতাস কাঁপিয়ে মাতন করে। তাই নিজেকে দেবী ভাবতে আমার খুব যন্ত্রণা হয়।
- ভুল বললি ফাতেমা।
- কিভাবে?
- মানুষ দেবী বিসর্জন দেয় না দেয় দেবীর প্রতিমা। দেবী তো থাকে মনের মন্দিরে আর মনের মন্দিরে যার বাস তাকে কি বিসর্জন দেয়া যায়?
উপন্যাসটি পাওয়া যাচ্ছে
"অমর একুশে গ্রন্থমেলা'২০১৯"
জয়তী প্রকাশনা, স্টল নং ৫১১ ও ৫১২
অথবা রকমারি ডট কমে। অর্ডার লিংকঃ অনলাইন অর্ডার লিংক
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বইটি পাঠকপ্রিয়তা পাক, শুভকামনা রইলো।
"আকাশ বাতাস কাঁপিয়ে মাতন করে" এই লাইনে মাতম হবে কি?
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৪
রাজীব নুর বলেছেন: এত টুকু পড়ে উপন্যাসের বিষয় বস্তু কিছুই বুঝলাম না।