নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Never Give up

সাকলাইন তুষার

সব্যসাচী

সাকলাইন তুষার › বিস্তারিত পোস্টঃ

দেশে হচ্ছেটা কি!!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৪

বাংলাদেশের জাতীয় ডাটা সেন্টারে নাকি অনেক অনেক ভুয়া ভোটার আইডির ইনফরমেশন পাওয়া গিয়েছে,এদের প্রায় সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর। এই আইডি ব্যবহার করে পাসপোর্ট-এর মতো গুরুত্বপূর্ণ পেপারও বের করে নিয়ে যাচ্ছে ।মনে করা হচ্ছে ২০১৪ ও ২০১৫ সালে যে দুইটি ল্যাপটপ হারিয়ে গিয়েছিলো,, সেই দুটি ল্যাপটপ থেকেই এগুলা করা হয়েছে।কিন্তু কথা হলো,, কেমনে করলো এই কাজ?শুধু ল্যাপটপ দিয়ে কেমনে পসিবল?ল্যাপটপ না হয় হারিয়ে গিয়েছে,বাট একটা দেশের ন্যাশনাল ডাটা সেন্টার, সেটার সিকুরিটি এতোই দুর্বল যে খুব সহজেই ডাটা সেন্টারে একসেস করে ডাটা এন্ট্রি করলো!! ,,, এতো কেন দুর্বল হবে?? এর আগে এই সিকুরিটি দুর্বলতার জন্যে কত হাজার টাকা হ্যাক হলো,তাও শিক্ষা হলোনা?? আবার একটা দেশের ন্যাশনাল ডাটা সেন্টারে যে কেউ একসেস করে রোহিঙ্গাদের ডাটা এন্ট্রি করে ফেললো!!
আমি চীনের একটি ভার্সিটিতে পড়াশোনা করতেছি,, এই ভার্সিটির সিকুরিটি নিয়ে একটু বলি, তাহলে বুঝবেন।
যখন আমরা এখানে ভর্তি হই,তখন সব নরমালই ছিলো।প্রায় ১ বছর পর একদিন নোটিস আসলো আমরা আর যেখান সেখান থেকে আমাদের ভার্সিটির ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবোনা,, কেন?? কারন অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের দেশে বা যেখানে সেখানে যেয়ে তাদের আইডি দিয়ে লগইন করে,যেটা নাকি এদের সিকুরিটির জন্যে হুমকি হতে পারে।
-তাহলে কিভাবে একসেস করতে পারবো?
বলে দিলো ভার্সিটির লাইব্রেরির ওয়াইফাই বা ১১ নাম্বর নামের একটা বিল্ডিং আছে,সেটার ওয়াইফাই ব্যাবহার করে আমরা রেজাল্ট দেখতে পারবো,অর্থাৎ শুধু নির্দিষ্ট ইন্টারনেট দিয়ে দেখতে পারবো।তার মানে আপনি স্টুডেন্ট হলেও যেখান সেখান থেকে ভার্সিটি ওয়েবসাইটে ঢুকতে পারবেন না।
আর বাংলাদেশে কি হলো?একটা দেশের ন্যাশনাল ডাটা সেন্টারে কেউ একজন ঢুকে যা ইচ্ছা সেটাই করলো।
তারপর একদিন ভার্সিটি থেকে বলে দিলো, আমরা আর রাত ১১ টার পর ওয়াই-ফাই একসেস করতে পারবোনা,পরসোনাল রুমের ওয়াই-ফাই কিন্তু তবুও পারবোনা।
-কেন??নানা অজুহাত দেখালো।তার মেইন অজুহাত হলো সিকুরিটি। স্টিল আমরা রাত ১১টার পর ওয়াই-ফাই ইউজ করতে পারিনা।
তারকিছুদিন পর দেখি রুমের ওয়াইফাই কানেক্ট করতে পারছিনা।
কি হলো, কি হলো,,, অফিসে বললাম,, অফিস থেকে উত্তর দিলো ভার্সিটি ডাটা সেন্টারে যোগাযোগ করো,ওরা ঠিক করে দিবে।
গেলাম ভার্সিটি ডাটা সেন্টারে, ডাটা সেন্টার বিল্ডিংয়ের গেইটে গেলাম,, বললো ফোন রেখে ভেতরে ঢুকতে,,।
কারন আস্ক করলাম,বললো এটাই নিয়ম,কিন্তু আবার দেখলাম চাইনিজ স্টুডেন্টগুলা ফোন রাখছেনা।
পরে যেটা জানতে পারলাম যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফোনে ভিপিএন ইউজ করে,তার জন্যে ফোন নিয়ে ঢুকতে মানা।
- ওকে, ভিতরে গেলাম।ডাটা সেন্টারের একটা কক্ষে,বললাম যে ওয়াই-ফাই কানেক্ট হচ্ছেনা।তখন সবকিছু জানতে পারলাম কারন টা,,
ওনারা বললো,, আপনার ফোন নম্বর(যেটা ওয়াইফাই-এ কানেক্ট),রোল নম্বর,পাসপোর্ট নম্বর,রুম নম্বর, এগুলা দিয়ে ডাটা সেন্টারে একাউন্ট খুলতে হবে,, ওরা একটা একাউন্ট খুলে দিবে, সেই একাউন্ট দিয়ে প্রতিদিন ভার্সিটি ডাটা সেন্টারের পেজে এবং সিম কোম্পানির পেজে লগইন করতে হবে,তাহলে ওয়াই-ফাই ব্যবহার করতে পারবো।কারন আস্ক করলাম,বললো সিকুরিটি সমস্যা যেনো না হয়,তার জন্যে এতো প্রোসেস।
এবং এখনো প্রতিদিন সকালে উঠে যদি লগইন করি ওদের পেজে,তাহলেই কেবল ওয়াইফাই ব্যাবহার করতে পারি।
একটা ভার্সিটির সিকুরিটি যদি এতো হার্ড হয়,তাহলে একটা দেশের ন্যাশনাল ডাটা সেন্টার সিকুরিটি এত্তো দুর্বল কেমনে হয়??
শুধু ধরা পাকরা করলে কি হবে?? নিজেদের সিকুরিটিও বাড়াতে হবে, না হলে হ্যাকিং-এর কবলে পড়লে তখন বুঝবেন।
চীনের সিকুরিটি সম্পর্কে অনেকেই হয়তো জানেন, তবে এদের ইন্টারনেট সিকুরিটি অনেক হার্ড । ইন্টারনেট বিশ্ব থেকে এরা আলাদা।যেটাকে চীনের ইন্টারনেট ফায়ারঅল বলে।আপনি ইচ্ছা করলেই এখানের সব কিছুতে একসেস করতে পারবেন না।
আপনি জানেন কিনা, চীনে কিন্তু গুগল এবং গুগলের সাথে রিলেটেড সব কিছু ব্যান্ড। আপনি এখানে গুগল,ফেসবুক,ইউটিউব, ইনস্টাগ্রাম,, এগুলা কিছুর ইউজ এলাও নাই,এবং ব্যবহারও করতে পারবেন না(আমরা ভিপিএন দিয়ে ইউজ করি)।
আমাদের দেশের যা হয়েছে,তা খুবই স্পর্শকাতর বিষয়। একটা দেশের ন্যাশনাল ডাটা সেন্টার সিকুরিটি এত্তো দুর্বল হওয়া উচিত না।আশা করি দেরি করে হলেও এখন অথরিটি এইসব ব্যাপারে নজর দিবে।
যেখানেই থাকি, দেশের ভালো চাই।সব দেশের আগে নিজের দেশ।এগুলা সমালোচনা না,এগুলা পর্যালোচনা। আর আপনি যাকে বেশি ভালোবাসবেন,তার এদিক সেদিক দেখলে একটু রাগ হবেই।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


আপনি কত বছর চীনে আছেন, আপনি কি চীনা ভাষায় কথা বলতে পারেন?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৫

সাকলাইন তুষার বলেছেন: ২.৫ বছর প্রায়।চীনা ভাষা পারি, মোটামুটি। ফ্রিকোয়েন্টলী না

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:


রাস্তায় বের হলে, চীনা মেয়েদের দেখলে, আপনি সালাম করেন?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪

সাকলাইন তুষার বলেছেন: এমন প্রশ্ন করা কতটা যৌক্তিক??

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: লোকাল নেটওয়ার্ক। ভালো। তবে ব্রুট ফোর্সে টিকবে না। ইভেন গ্যাপড কম্পিউটারস ক্যান বি হ্যাকড।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫

সাকলাইন তুষার বলেছেন: হ্যা ভাই,সেটাই।আশা করি বুঝতে পারবেন যারা এসব নিয়ে কাজ করছেন

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:



আপনি কোন সাবজেক্টে পড়ালেখা করছেন? চীনের ইুনিভার্সিটিতে বিদেশী ছাত্র হিসেবে বেশী সংখ্যক কাহারা?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

সাকলাইন তুষার বলেছেন: সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:


আপনি যেই শহরে থাকেন, সেখানে বিদেশী হিসেবে কোন দেশের মানুষ বেশী চোখে পড়ে?

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: এতটা অস্থির হবেন না।
ছোট্র একটা দেশ। কিছু সমস্যা তো থাকবেই।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭

সাকলাইন তুষার বলেছেন: হ্যা ভাই।
এই ছোট্ট ছোট্ট বলেই তো একদল আছে যারা খুব সহজেই লুটপাট চালিয়ে যাচ্ছে

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "এমন প্রশ্ন করা কতটা যৌক্তিক?? "

-আপনার ভাবনাশক্তি এখনো বেশ দরিদ্র! পড়ালেখার সময়, কালচার শেখারও চেষ্টা করেন!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

সাকলাইন তুষার বলেছেন: সাজেশন দেওয়ার জন্যে ধন্যবাদ ভাইয়া।
আর হ্যা, আপনার প্রশ্ন,জাজমেন্ট , কথা বলার ধরন কতটা উচ্চ,আর কতটা কালচারাল,, সেগুলা একটু দেখবেন প্লিজ

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২১

নূর আলম হিরণ বলেছেন: যতই সিকিউরিটি নিশ্চিত করুন, যারা এসবের দায়িত্বে থাকে তারা নৈতিক না হলে অনেক কিছুই করা সম্ভব হয়ে যায়।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

সাকলাইন তুষার বলেছেন: সঠিক বলেছেন

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " সাজেশন দেওয়ার জন্যে ধন্যবাদ ভাইয়া।
আর হ্যা, আপনার প্রশ্ন,জাজমেন্ট , কথা বলার ধরন কতটা উচ্চ,আর কতটা কালচারাল,, সেগুলা একটু দেখবেন প্লিজ "

-আপনার উপর চীনাদের প্রভাব পড়েছে; পশ্চিমে সবাই সবাইকে সালাম করেন, চীনাদের কেহ সালাম করেন না।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

সাকলাইন তুষার বলেছেন: ভাই,আপনি প্রশ্ন করেছিলেন চীনা মেয়ে দেখলে কি সালাম দেই কিনা।এটা আস্ক কর‍তে পারেননি যে চীনাদের সালাম দেই কিনা?? শুধু মেয়ে মানুষ মানে কি?
আপনি আর কমেন্ট না করলে খুশি হবো

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "আপনি কমেন্ট না করলে খুশী হবো"

-আপনি চীনে পড়ালেখা করার ফলে, আপনার থেকে দেশবাসী উপকৃত হওয়ার সম্ভাবনা কম; আপনি চীনাদের মত আচরণ করার সম্ভাবনা প্রচুর।

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৫০

বলেছেন: সিকুরিটি -- সিকিউরিটি
নোটিস -- নোটিশ
ব্যান -- নিষিদ্ধ।। ব্যান্ড -??

ইউজ এলাও নাই -- Allow Means-- আপত্তি নেই।।


জি পি এ ৫ নাকি গাজী সাহেবের মতে প্রশ্নফাঁস জেনারেশন??

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২৩

সাকলাইন তুষার বলেছেন: ভুলের জন্যে আন্তরিক ক্ষমা চেয়ে নিচ্ছি। মোবাইলের অভ্র কিবোর্ড দিয়ে লেখার পর সেখান থেকে কপি করে এখানে পেস্ট করেছি।কারন আমার কম্পিউটারে বাংলা কিবোর্ড নাই।
আর হ্যা,শুধু অন্যের ভুল ধরাতে না থেকে নিজের ভুলগুলোর দিকে তাকান। আপনি অন্যের ভুল নিয়ে কটুক্তি করছেন বাট আপনার নিজের নাম,প্রোফাইল পিকচারই তো ঠিক নাই।
আর যারা একটু ভুলেই কোন জেনারেশন, কিভাবে পাশ করেছি এগুলা নিয়ে প্রশ্ন তোলে তারা গাধা ছাড়া আর কিছুই না।

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:২৫

ঢাবিয়ান বলেছেন: ভাল লিখেছেন।এই ব্লগে, পোস্টে যৌক্তিক তর্কের বদলে ব্যক্তিগত আক্রমন করা কিছু ব্লগার আছে, যাদের আজেবাজে কমেন্ট নেগলেক্ট করুন। তাদের কাজই আপনাকে লিখতে অনুৎসাহিত করা যাতে আপনি এই দেশের গলে পচে যাওয়া সিস্টেমের বিরুদ্ধে না লিখেন।

আপনার পোস্ট ভাল হয়েছে। পত্রিকাতেই এই সংবাদ এসেছে। রোহিঙ্গাদের এই দেশের আইডি, পাসপোর্ট পাওয়াটা অত্যন্ত বিপদজনক। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে , রোহিঙ্গারা যে অনেক টাকা দিয়ে যে আইডি ও পাসপোর্ট বানাচ্ছে , সেই টাকা তারা পাচ্ছে কোথা থেকে? এর সবচেয়ে সহজ উত্তর হচ্ছে- মাদক ব্যবসা থেকে। এই মাদক ব্যবসায়ীরা এই দেশের আইডি নিয়ে কি এই দেশের উন্নয়নে ভুমিকা রাখবে নাকি এই দেশটাকে জাহান্নাম বানানোর পায়তারা করবে?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২৮

সাকলাইন তুষার বলেছেন: একদম সঠিক বলেছেন ভাই।দেশের বাইরে আছি,তবুও বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল সাইটে যুক্ত থাকার চেস্টা করি, কিন্তু একদল মানুষ আছে যারা শুধু নেগেটিভ কমেন্ট বা বানান ভুল নিয়েই পড়ে থাকে।
মূল কথাগুলা বোঝারই ট্রাই করেনা।
এই ব্লগটা ব্যবহার করি, কিন্তু আমাকে ভিপিএন কানেক্ট করে তবেই লগইন করতে হয়,, কম্পিউটারের বাংকা কিবোর্ড নাই,তবুও মোবাইলে লেখাগুলো লিখে এখানে পোস্ট করি,, তবুও কিছু মানুষ বানান ভুলের জন্যে কটুক্তি করে।

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশী যারা রোহিঙ্গাদের পাসপোর্ট, এনআইডি বানাতে সাহায্য করছে, তাদের কঠোর শাস্তি দেয়া উচিত। কিন্তু অসৎ, লোভী বাংলাদেশীদের শাস্তি দিবে কে?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩০

সাকলাইন তুষার বলেছেন: এই রোহিঙ্গারা দেশের বাইরে যেয়ে যদি কোন অঘটন ঘটায় তাহলে কিন্তু নাম খারাপ বাংলাদেশেরই হবে।যার প্রভাব অন্যান্য প্রবাসীদের উপরও পড়বে

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হ্যা ভাই।
এই ছোট্ট ছোট্ট বলেই তো একদল আছে যারা খুব সহজেই লুটপাট চালিয়ে যাচ্ছে

যারা লুটে খাচ্ছে, তাদের বিচার অবশ্যি হবে। হয়তো হাশরের ময়দানে।

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০২

রায়হান চৌঃ বলেছেন: প্রায় কোটি টাকা বেতন ভুক্ত তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টাদের (মূলত একটা প্রজেক্টর চালনায় পারদশী বলতে পারেন) পাছায় কষে দু চারটা লাথি দেয়া উচিৎ, বেয়াদপ গুলো আবার বলে বেডায় তারা নাকি Google এর অনেক আগে ই search engine তৈরী করেছিল। বেয়াদপের দল.......

আশ্চার্য হই!! যখন দেখি একটা দেশের কেন্দ্রীয়ব্যংক এর নেটওয়ার্ক, একটা দেশের পার্সোনাল ইনভেন্টরীর অপব্যহার হয় :(

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮

সাকলাইন তুষার বলেছেন: সঠিক বলেছেন

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৩৯

লিংকন১১৫ বলেছেন: personally কেন attack করছেন ব্লগার কে ঠিক বুঝলামনা!
অন্তত চাঁদগাজী ভাইয়ের কাছে আশা করি নাই, আমি আপনার একনিষ্ঠ পাঠক ।
নতুন দের কে উৎসাহ দিতে হবে , আমরা গঠনমূলক কমেন্ট করে তাকে আরও উৎসাহ দিবো ।
এমনি VPN ব্যাবহার করতে হয় দেখে অনেক দিন পর পর ব্লগে আসি ।
তার উপর যদি আমরা ব্লগের পরিবেশ টা সুন্দর না রাখতে পারি তাহলে নতুন রা লিখার উৎসাহ হারিয়ে ফেলবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.