![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহ তালার সৃস্টির মধ্যে কত যে আশ্চর্যজনক সৃস্টি আছে সেটা আল্লাহ পাকই ভাল জানেন। এমনি একটি ছোট পতঙ্গ হলো জোনাকি পোকা। কিভাবে জোনাকি পোকা রাতের বেলা আলো জালায় সে সম্পর্কে কয়েকটি তথ্য নিচে দিয়ে দিলাম :-
জোনাকির আলো একবার জলে একবার নিবে । জোনাকি একধরনের খবই ছোট্ট পতঙ্গ পুরুষ জোনাকির ডানা তাকে , তাই সে উরতে পারে । মেয়ে জোনাকির কোনো ডানা নেই , সে উরতেও পারে না । আমরা জোনাকির যে আলো দেখি তা পুরুষ জোনাকির । পুরুষ জোনাকির উদরাংশ কতকগুলো ছোট ছোট ভগে ভাগ করা । এই ভাগগুলোর ষস্ট এবং সপ্তম ভাগের মাজকানে জোনাকির লন্ঠন-যন্ত্র বা আলোক যন্ত্রটি আছে । এটা তলার দিকে । যে অংশ তেকে আলো বের হয় তার টিক উপরেই আছে আরেকটা স্তর । এই স্তর আলোকে প্রতিপলন করতে সাহায্য করে । অালোক যন্ত্রের কোষগুলো রাসায়নিক বিক্রিয়ায় যে আলো তৈরি করে তাতে কোনো উত্তাপ সৃস্টি হয়না । তাই এধরনের আলোকে ঠান্ডা আলো বলে স্নায়ুর মাধ্যমে সংকেত.পেয়ে আলোক যন্ত্রের কোষে অবস্তিত লুসিফেরিন অক্সিজেনের সাতে যুক্ত হয়ে জারিত লুসিফেরিন তৈরি হয় । জারিত লুসিফেরিন তেকেই আলো বেরিয়ে আসে । এই বিক্রিয়া লুসিফেরিনেজ নামের একধরনের এনজাইমের সাহায্যে ঘটে থাকে । জোনাকির শরীরে সংকেত পাটানোর জন্য কোনো রকম ব্যবস্তা না থাকায় রাতে আলো জালিয়ে পুরুষ জোনাকি মেয়ে জোনাকির সন্ধানে ঘুরে বেরায় । অর্থাৎ , জোনাকির আলোর সংকেত দেখে সহচারি জোনাকি সহজেই সহছরের খোজ পায় ।
২| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ৩:৫৬
ব্লগার সেকুল বলেছেন: দোয়া করবেন
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৫
সুমন কর বলেছেন: শুভ ব্লগিং.........
টাইপে সচেতন হতে হবে। আপনি সব "থ" এর জায়গায় "ত" লিখেছেন। এছাড়া আরো বেশ কিছু টাইপো আছে।