নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজ আমার বয়স ২০। আজ যে ছেলেটা জন্মাবে সে ২০ বছর পর এই দেশটাকে যাতে ঠিক মত এগিয়ে নিতে পারে তাই আমরা জীবন দিয়ে গেলাম। স্বাধীনতার জন্য সামান্য একটা জীবন দিয়ে গেলাম - রুমি

সালাহ উিদ্দন খান পলাশ

নিশুথী রাতে দিশেহারা উন্মাদনায় লেখাগুলো পংক্তি হয়,জীবেনর খাতায় বাইনারী, ডেসিমলের হিসাব মেলে না তবুও ভাবেত ভাল লাগে একজন প্রিয়জনকে ।

সালাহ উিদ্দন খান পলাশ › বিস্তারিত পোস্টঃ

সংবিধান কাদের জন্য মানুষের জন্য-বাংলার মানুষ রায় দিয়ে দিয়েছে সকল রাজাকারের ফাসি চাই ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

ভাবুন তো যারা ৭১ এ শুধূ এই ভ’খন্ডটা পাবার লোভে পাকিস্থানী হায়েনার সহায়তায় এদেশীয় কিছু কুলাঙ্গার নিরীহ মানূষ হত্যা করেছে, তারা কিসের মানুষ ? তাদের জন্য কিসের মানবতা ? ওরাতো মানুষ নয়, মানুষরুপী ”হায়েনা ”!!! আর হায়েনার জন্য এতো আইনী ঝামেলার কোন প্রয়োজন নেই ।যারা বিচারের আর্ন্তজাতিক মান নিয়ে প্রশ্ন তোলেন ? তাদের অতীত ঘাটতে গিয়ে দেখবেন তারা সবাই ওই সব হায়েনার বির্য নির্সিত ফসল-খাটি বাংলায় যদি বলি তাহলে ”জারজ” ।

তাই আসুন আজ এবং আগামীর প্রজন্ম সবাই একসাথে একতানে রাজাকারদের ফাঁসি চাই, ওদের সব প্রতিষ্ঠান বর্জনকরী,হাটে মাঠে,ঘাটে,বাটে ওদেও প্রতি একটাই উচ্চারন-” তুই রাজাকার”

আমাদের এইসব কার্যে শহীদদের প্রবিত্র আত্মা শান্তি পাবে, মহিয়েসী মা জাহানারা ইমাম শান্তি পাবে । অকুতোভয় বীর ” রুমি,আলতাফ মাহমুদ-আর নাম জানা- অজানা সব শহীদ, জীবিত মুক্তিযোদ্ধা ” সবাই শান্তি পাবে ।

আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি আমরা সুন্দর স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তোলার ”যাত্রী”

It is high time to recognize our heroes.

জয় বাংলা

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

বোকামন বলেছেন: জয় বাংলা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.