![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোটা নিয়ে আজকে একটু বেশিই ত্যানা
পেচাবো। কারন কোটা নিয়ে দু, একটা কথা
না বললেই নয়।
আপনার যোগ্যতা নেই সেখান থেকে সরে
দাড়ান। আপনার জন্য কেন আরেকজন এর
যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে বসে
থাকতে হবে?? মেধাশুন্য মানুষ গুলো সব সময়
গ্যালারিতে বসে থাকবে এটাই তাদের
প্রাপ্য ( সেক্ষেত্রে আমিও এর বাইরে না )।
পৃথিবীর আর কোন দেশে এত রকমের কোটা
চালু আছে কিনা আমার জানা নেই। এই ধরুন
প্রতিবন্ধী কোটা, পার্বত্য কোটা, উপজাতি
কোটা, অপজাতি কোটা, পোষ্য কোটা,
মুক্তিযোদ্ধা কোটা, ওয়ার্ড কোটা,
খেলোয়াড় কোটা ( কোনটা বাদ গেলে
আপনারা বলবেন)।
ইউনিভার্সিটি হচ্ছে দেশের সর্বোচ্চ
বিদ্যাপীঠ এবং সেখানেও চলে কোটার
মহড়া ( যা মোটেও কাম্য না )।
আমি বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্তও
মুক্তিযোদ্ধা কোটা কে সাপোর্ট করি।
কারন যাদের জন্য এই দেশটা পেয়েছি অবশ্যই
তাদের সন্তান দের সুযোগ দেওয়া উচিৎ।
তবে বিসিএস এর মত পরিক্ষায় মুক্তিযোদ্ধা
কোটাও একটু ও সাপর্ট করি না। আর এদের
নাতি /নাতনিরা তো আগেই বাদ।
একবার আমার এক রিলেটিভ পোষ্য কোটা
(৪র্থ শ্রেণির কর্মচারী) নিয়ে ভর্তি
হয়েছিল ইবিতে। বাবার অনেক আশা ছিল
মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়াবে।
বাবার ইচ্ছে পুরন হলেও মেয়ে তার বাবার
ইচ্ছে পুরন করতে পারিনি। বেচারা সব সময়ই
ইম্প্রুভ /সাপলির পাহাড় সমান স্কোর দাড়
করায়। শেষমেষ তাকে ইস্পেশাল পরিক্ষা
দিয়ে তাকে বের হতে হয়। পরে মাস্টার্স
কমপ্লিট করছে কিনা জানি না তবে এতটুকু
জানি এই হচ্ছে কোটা আর কোটায় ভর্তি
হওয়া পাবলিক।
আর আমরা যারা সাধারণ স্টুডেন্ট আছি এরা
হচ্ছি বড় মাপের কলুরবলদ দিনরাত পরিশ্রম করা
সত্বেও সাফল্য পাই না। সাফল্য পাই অমুক এর
নাতনি। আজব এক দেশ মাইরি। সত্যিই আজব!!
সময় এসেছে আরো একবার রুখে দাঁড়াবার।
তাই আমার সাথে কন্ঠে কন্ঠ মিলিয়ে বলুন "
প্রকৃত মেধাবীরা মুক্তি পাক, কোটা প্রথা
নিপাত যাক "।
©somewhere in net ltd.