নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রচন্ড রকমের হারামজাদা আমি। তবে কেউ বেয়াদবি না করলে ঝামেলা করি না। ছোট বেলায় আমি নাকি খুব কিউট ছিলাম এখন ও আছি। প্রথম বেয়াদবি করেছিলাম হাসপাতাল এর ডাক্তার এর সাথে উনি আমাকে কোলে নিলেই আমি স্যালোমেশিন স্টার্ট (হিসু) করে দেই। বলতে পারেন ওখান থেকেই বেয

সালাম মালিক

সালাম মালিক › বিস্তারিত পোস্টঃ

কোন পথে হাটছে আমাদের মানবতা

২৩ শে মে, ২০১৫ দুপুর ১২:২৮

ম্যাম ক্লাসে বলতেছিলেন যে মানব পাচারে নাকি দেশের রুট লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত সবাই জড়িত(আমি একমত ) তাই সবাই আজকের এই দুর্দিনেও কেমন জানি মুখে কুলুপ এটে বসে আছি।

কোন অবস্থাতেই আমরা মুখ খুলতে চাচ্ছি না খোদ আমার দেশের প্রধানমন্ত্রীও। আমরা সবাই যে যার কাজে ব্যস্ত।
কেউ কেউ তো আবার অনেকটা মুখ ভেংচিয়ে বলেই ফেলছেন " নিজের প্রান হাতে নিয়ে কেন বিদেশ যেতে চাচ্ছিলে হে??
মহারাজ তুমি সাধু হইলে আমি আজ চোর বটে। কথা সত্য চোরেরা সাধু সাজলেই তখন আমাকেই যে চোর হতে হবে (দুঃখজনক)।

দেখো ভাই তোমরা প্রসাব করলেও দোষ নেই। আমরা থুথু ফেললেই দোষ?? আজব এক দেশ মাইরি .......
এখানে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর মানুষেরও অভাব নেই। আবার অন্যের পিন্ডি টানার মত বুদোদের ও অভাব নেই। অভাব নেই আমার মত সাক্ষী গোপালের ও। শুধু অভাব হচ্ছে এমন একজনের যে সে এসে বলবে এমনটা কেন করছো হে চুদির ভাই???

ইস্যুর নিচে চাপা পড়ছে বাংলাদেশ। আজকে এই ইস্যু তো কালকে সেই ইস্যু। আর সেই ইস্যু কে টিস্যু বানিয়ে টয়লেট এর বিন ভর্ত করছি আমরা lolzzzzz ........আজকে রানা প্লাজা তো কালকে পিনাক ৬ পরশু আবার বিজ্ঞান লেখক মকলেস দের পকাত পকাত। একটা ইস্যু ভাল করে না পরিষ্কার হতেই আরেকটা এসে হাজির।

তাই আসুন আমার মত ক্ষুদে ব্লগাররাও ইস্যু কে টিস্যু বানিয়ে ব্লগের হোম পেইজ ভর্তি করি।
ফিলিংস : সময় থাকতেই টিস্যু পরিষ্কার করুন। না হলে খাবারের অভাবে টিস্যু গিলে খাওয়া বড্ড বেমানান ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.