নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রচন্ড রকমের হারামজাদা আমি। তবে কেউ বেয়াদবি না করলে ঝামেলা করি না। ছোট বেলায় আমি নাকি খুব কিউট ছিলাম এখন ও আছি। প্রথম বেয়াদবি করেছিলাম হাসপাতাল এর ডাক্তার এর সাথে উনি আমাকে কোলে নিলেই আমি স্যালোমেশিন স্টার্ট (হিসু) করে দেই। বলতে পারেন ওখান থেকেই বেয

সালাম মালিক

সালাম মালিক › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার একাল সেকাল

২৬ শে মে, ২০১৫ সকাল ১০:২৯

প্রশ্ন : ভাইয়া আমি sust এ পড়ি এবং আমি একজন কে ভালবাসি। কিন্তু সে আমাকে ভালবাসে না। এখন কি করব???
উত্তর : ডিফিকাল্ট কোয়েশ্চেন .....যে আপনি যাকে ভালবাসেন সে আপনাকে মোটেই ভালবাসে না।

আমি বলার জন্য দুঃখিত যে আপনি বলেছেন (আপনার কথা অনুযায়ী ) যে ছেলেটা অন্য একজন কে ভালবাসত এবং সে এখনও তাকেই ভালবাসে।
দেখেন আপি কাউকে ভালবাসা অপরাধ নয়। কিন্তু অপরাধটা হয় তখনঈ যখন আপনি জানার পরও রিস্ক নিয়ে তাকে ভালবাসতে যাবেন। এটা ছেলেমেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে।

ইউনিভার্সিটি লেভেল এর ভালবাসা গুলো এরকমই এখানে পাঁচ বছর মানে হচ্ছে ক্রিকেট খেলার ৫ দিনের একটা টেস্ট ম্যাচ। আমি খুব কম ব্যাটসম্যান কেই দেখেছি যে ৫ দিন অপরাজিত থেকে ব্যাট করতে।
সো এখানেও (ইউনিভার্সিটি) 1st ইয়ার থেকে শুরু করে মাস্টার্স অবধি একটা রিলেশন টেনে নিয়ে যাওয়া স্রেফ দুজনের ভাল আন্ডারস্ট্যান্ডিং ছাড়া কিছুই নয়। এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব কমক্ষেত্রেই দেখেছি আমি। এটা ফার্স্ট ইয়ার থেকে শুরে হলেও কারো অংকুরেই বিনাশ হয় আবার কারো তীরে এসেই তরি ডুবে যায়।

আমি মনে হয় টপিক্স থেকে সরে যাচ্ছি যাইহোক আপি আজকের এই কর্পোরেট যুগের ভালবাসা গুলো এরকমই । এখানকার ভালবাসা গুলো হচ্ছে এটো আইস্ক্রিম এর মত কেউ একজন আগে খেয়েছে আর এই এটো আইস্ক্রিম নিয়েই আরেকজন সেলিব্রেশন করে বলবে আমিই এই এটো আইস্ক্রিম এর গর্বিত মালিক .......হা হা হা lolzzzzz
আপনি তো আর কোন এটো আইস্ক্রিম নন তাহলে আপনি কেন এটো আইস্ক্রিম এর স্বাদ নিতে যাবেন?? ওটাকে যারা এটো করেছে তাদের জন্যই রেখেদিন।

এখানে ব্রেক আপ হতেও সময় লাগে না আবার ব্রেকাপের পর কারো গলায় ঝুলে পড়তেও দেরি লাগে না। এরকম অনেক ঘটনার সাক্ষী আমি। আপনি কার জন্য লাইফটা নষ্ট করে দিচ্ছেন যে আপনাকে ভালবাসেই না?? আপনার লাইফটা শুধুই আপনার এবং তার দায়বদ্ধতাও আপনার। আপনি লাইফে fall করলে আপনার জন্য কেউ এগিয়ে আসবেনা।

লাইফে ভাল কিছু করা জরুরি সেটা যখনই হোক। এই পৃথিবীও খুব স্বার্থপর এখানে দুর্বল আর হতাশ মানুষের কোন জায়গা নেই ইয়াপ কোন জায়গা নেই। পৃথিবী খোজে কোয়ালিটি সম্পন্ন মানুষ কোয়ান্টিটি নয়।
নিজের লাইফটা নিজের মত করে গুছিয়ে নিন সেখানেও আলাদা একটা মজা খুজে পাবেন।
শেষমেশ একটা কথা বলি মানুষ একা হয়েই পৃথিবীতে জন্ম নেয় আবার একা হয়েই পৃথিবী ছেড়ে চলে যায় এক্কেবারে ধরাছোঁয়ার বাইরে।

আর মাঝখানের এই বন্ধুত্ব গুলো নিছক লোক দেখানো বৈ কিছুই না।
লাইফের টার্নিং পয়েন্ট গুলোর জন্য অপেক্ষা করুন। সময় সুযোগ বুঝে টার্ন করে ফেলুন। দেখবেন আপনি সেরা মানুষ গুলোর কাতারে ঊঠে এসেছেন। just wait and see............hmm just wait and see .

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.