![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ফ্রেন্ড সার্কেল এর অনেকের আচরণ দেখলে মনে হয় এরা বুঝি হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, রবি ঠাকুর এমন কি জীবনানন্দ দাসের কপি রাইট কিনে নিয়েছে। এদের সম্পর্কে কিছু বললেই এদের গায়ে ৫ কেজি ওজনের ফোসকা পড়ে যায়
এদের মধ্যে কেউ আবার ঠাকুর কানা ,কেউ হুমাউন কানা, আবার কেউ ঝাপড় ইকবাল কানা ........
খুব তো ত্যানা পেচাইলা এদেরকে পাড়া দেওয়ার যোগ্যতা আছে তোমার?? এই যাহ গায়ে লেগে গেল .........
একটা গল্প বলি ........ একবার একটা ব্যাঙ কুয়ার ভিতর থেকে আকাশের দিকে তাকিয়ে বলল omg
আকাশ তো অনেক বড়!!
এর কিছুদিন পরে ব্যাঙটি পাশের এক পুকুরে এসে পুকুরে এসে বলল হায়! আল্লাহ আকাশ তো অনেক বড়!! এবার ব্যাঙ সাগরে এসে বলল ওমা আকাশ কত্ত বড়!!
Don't mind ভাই তুমি যে জায়গা থেকে আকাশ দেখ সেখান থেকে আকাশ এতটুকুই। একবার সাগরে এসে দেখোই না আকাশ কত্ত বড়!!!
আমার যোগ্যতা নেই তাদেরকে পাড়া দেওয়ার কিন্তু তুমি কোন একক দিয়ে আমার যোগ্যতা পরিমাপ করলে বাছা??
তুমি একজনের সমালোচনা করবা?? ভাল কথা কিন্তু কেউ তোমার সমালোনা করলে সেটাকে সহ্য করার পাশাপাশি যুক্তি খন্ডনের যোগ্যতাও তোমার থাকতে হবে ব্রো .........
একবার এক ফ্রেন্ড বলতেছিল তুমি হুমায়ুন আহমেদ এর নন্দিত নরকে পড়েছো?? হুম। দেওয়াল উপন্যাস টা পড়েছো? হুম। রবি ঠাকুরের ঘরে বাইরে?? হুম।
আমি বললাম এইগুলো না পড়লে কি হবে?? এই গুলো না পড়লে তাকে আমার কাছে খ্যাত খ্যাত মনে হয়। ওহ তাই বুঝি!!
আচ্চা তুমি আল্লামা ইকবাল এর "মুসাফির " পড়েছো?? বালক না। কবি হাফিযের সীরাতুল মুস্তাকিম?? না। হা হা হা .......
এই বালক নিজের অজান্তেই আরো একবার প্রমাণ করল সে হুমায়ুন কানা।
আমার গত লেখা গুলো তে হুমায়ুন সহ অনেকের কথায় বলেছিলাম। আজকে রবি ঠাকুরের কিছু বলে আজকের ত্যানা পেঁচানোর খেমা দিব ......... রবি ঠাকুর কে বাংলা সাহিত্যাকাশে এক সূর্যের সাথে তুলনা করা হয়।
আচ্চা আমাদের সূর্য মামা কি কারো কাছ থেকে আলো ধার করে?? কিংবা কারো আলো চুরি করে?
রবি বাবু গীতিকবি ও ছিলেন। অসংখ্য গান ও রচনা করেছেন তিনি আবার চুরি ও করেছেন ২৩৪ টার মত গান।
আবার বিবিসির জরিপে যেটা শ্রেষ্ঠ বাংলা গান নির্বাচিত হয়েছে সেটা গগন হরকরা থেকে চুরি করা সরি কপি করা।
ঐ যে song offerings / গীতাঞ্জলী আছে না সেটাও তো অনুবাদ করা। তাহলে রবিন্দ্রনাথ সারাজীবন কি লিখল রে ভাই???
রবীন্দ্রনাথ লিখেছেন ওহ আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা .......আসলে উনি কিসের মাথা ঠেকিয়েছিলেন সে বিশ্লেষনে আরেকদিন যাব। আজকের মত টাটা ভাল থাকবেন ..........
©somewhere in net ltd.