![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধন্য ১৯২০, ধন্য ১৭ মার্চ
ধন্য বাংলাদেশের ফরিদপুরের গোপালগঞ্জের টুঙ্গীপাড়া।
কেননা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী
সেখানে শুয়ে আছে চিরনিদ্রায়।
ধন্য আমরা সবাই
তাঁর স্বপ্নের পূর্ণতায় আমরা আজ গর্বিত বাঙালী।
অন্যায়ের প্রতিবাদে আজও আমরা
চিৎকার করে বলি "জয় বাংলা"
যেমনিভাবে ১৯৭১ সালের ৭ মার্চে
জয় বাংলা বলেছিলেন তিনিও।
রাজনীতির কবি হয়ে
রচনা করেছিলেন একটি প্রাণের কবিতা।
"এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম"।
সেই কথাগুলো রয়ে যাবে প্রতিটি বাঙালীর হৃদয়ে
ভূখা বাঙালীর অন্নের জন্য
একটি স্বাধীন দেশের পতাকার জন্য
জীবনের অনেকগুলো সোনালী দিন যার
কেটে গেছে কারাগারে।
বাঙালীর স্বপ্নকে হৃদয়ে ধারণ করার অপরাধে
যাকে দিতে হয়েছে তাজা প্রাণ।
তাঁর জন্মটা ছিল স্বাভা্বিক
কিন্তু মৃত্যু?
ব্যর্থ ১৯৭৫, ব্যর্থ ১৫ আগষ্ট
ব্যর্থ বীর বাঙালী
কি নিষ্ঠুর! কি নির্মম!
স্বপ্নদ্রষ্টা্র স্বপ্নকে থামিয়ে দিতে
একটি ন্যায়ের কন্ঠকে স্তব্ধ করতে
কি ভয়ানক শব্দে হেসেছিল খন্দকার মোশতাক।
দানবের মত গুলি করেছিল কতগুলো বন্দুক
রক্তে লাল হয়ে যাওয়া পাঞ্জাবী,
মোটা ফ্রেমের চশমা
আরও কত কি আজও আছে ধানমন্ডির ৩২ নম্বরে।
তিনি চলে গেলেন
রেখে গেলেন, "অসমাপ্ত আত্নজীবনী"
রেখে গেলেন,"কারাগারের রোজনামচা"
তারপর, তার আর পর নেই।
কারণ, তাঁর স্বপ্নকে হৃদয়ে ধারণ করে আজও
আছে বাংলাদেশ।
তাকে কি ভোলা যায়?
তিনি আছেন প্রতিটি বাঙালীর হৃদয়ে,
তিনি স্বপ্নদ্রষ্টা
তিনি বাঙালী
তিনি বাঙালীর
তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
©somewhere in net ltd.