নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষেপণিক

সালহেদ দ্বীপু

ভালবাসার বাগান থেকে একটি গোলাপ তুমি চেয়েছিলে,শর্ত, যে দেশে সবাই অন্ধ সেই দেশের সম্পন্ন মানুষ চাই;না পেয়ে ভাবলাম জন্মই আমার আজন্ম পাপ...

সালহেদ দ্বীপু › বিস্তারিত পোস্টঃ

প্রতীক্ষিত নিমন্ত্রন

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮

দশ ফিটের ঐ ঘরটাতে তুমি দাওনা নিমন্ত্রণ,
ঝুল বারান্দায় বসে দু'জন, সুখের আলিঙ্গন।
স্বপ্ন তুমি, সত্যি তুমি, ভাবনা জুড়ে ভাসো,
পরী তুমি প্রেমি হয়ে মেঘের বাড়ি আসো।

দেবী তুমি, প্রেমি তুমি, তুমিই সুখটান
তোমার সাথে হলেই কানেক্ট জুড়ায়ে মন প্রাণ।
কাব্য তুমি, কবিতা তুমি, তুমিই উপমা
ভালবাসি এতো বেশি, তার হয়না পরিসীমা।

চুপকথা তুমি, রূপকথা হয়ে আসো ভাবনায়,
দুপুররাতে ঘুমটা ভেঙে শিওরে হাতরাই।
অন্ধকারে খুঁজি তোমায় তারার মেলায়,
আসবে কি রে এই নিশিতে কল্পলোকের ভেলায়।

বন্ধ লাগে দমটা ভীষণ, কি করি উপায়?
বিনে অক্সিজেনে কি রে প্রাণে বাঁচা যায়?
রিফিল করে দাওনা এসে, রেখোনা দূরে
করলে দেরি দম ফুরিয়ে যাবো রে মরে।।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০

আলগা কপাল বলেছেন: বা ভালো তো, খব সুন্দর লিখেছেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫

সালহেদ দ্বীপু বলেছেন: অশেষ ধন্যবাদ।সাথেই থাকুন :)

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: সবই তুমি তাহলে ! ভাল লেগেছে কবিতা ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৩

সালহেদ দ্বীপু বলেছেন: সবই সে। আধেক অস্তিত্ব। ধন্যবাদ আপনাকে।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২২

ধ্রুবক আলো বলেছেন: বাহ! দারুন লিখছেন,,, সুন্দর কবিতা
অভিনন্দন রইলো.,,, শুভ কামনা।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৭

সালহেদ দ্বীপু বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ :)

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৭

ঋতো আহমেদ বলেছেন: ভাল লাগল ।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৯

সালহেদ দ্বীপু বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.