![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Specialist Quality Control Department at JSC Elektrosevkavmontazh Krasnodar Russia Branch office in Peoples Republic of Bangladesh Rooppur Nuclear Power PlantIshwardiPabnaBangladesh
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড,ঢাকা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম পরিচালনা করে থাকে।তন্মন্ধে মাইনিং অ্যান্ড মাইন সার্ভে টেকনোলোজি এক্টি ডিপার্টমেন্ট।
আমরা বগুড়া পলিটেকনিক ইনিস্টিটিউটের মাইনিং অ্যান্ড মাইন সার্ভে টেকনোলোজির ছাত্র-ছাত্রী।এটি খনিজ সম্পদ বিষয়ক ডিপার্টমেন্ট। আমরা এখানে পড়ে উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত এবং চাকরি প্রাপ্তির অনিশ্চয়তায় ভুগছি।দেশে সরকারি ও বেসরকারি পলিটেকনিকের সংখ্যা ।তন্মন্ধে্য শুধু বগুড়া পলিটেকনিকে মাইনিং অ্যান্ড মাইন সার্ভে বিষয়ে ছাত্র-ছাত্রীদের পড়ানো হয়।
খনিজ সম্পদ সঠিকভাবে উত্তোলন এবং এ খাতে দক্ষ জনবল তৈরির জন্য ২০০৬ সালে বিষয় টি চালু করা হয়।সে বছরই প্রথম ব্যাচে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি হন।২০১০ সালে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন।পাশ করার পরও তারা মাইনিং সেক্টরে কাজ করার সুযোগ পাননি।আবার উচ্চশিক্ষা থেকেও তারা বঞ্চিত।অন্যান্য ডিপার্টমেন্ট বেসরকারি সেক্টরে কাজ করার সুযোগ পান।কিন্তু কোন বেসরকারি সেক্টর এর চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তিতে মাইনিং টেকনোলোজি চাও্যা হয়না।বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড,মধ্যপাড়া হার্ডরক মাইনিং কোম্পানি লিমিটেড পেট্রোবাংলার অধিনস্ত অনেক কোম্পানি এবং গ্যাস ফিল্ড রয়েছে যা মাইনিং সেক্টর্।এসব গ্যাস ফিল্ড এর চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তিতে যখন নিয়োগ দেয়া হয় খুব আশাবাদি হয়ে Circular মনোযোগ সহকারে দেখি।দেখে মর্মাহত হই,যখন দেখি মাইনিং সেক্টরে Civil,Chemical,Mechanical,Automobile এমনকি Food টেকনোলোজি তে Diploma-in-Engineering/BSc-in-Engineering চাও্যা হয়।মাইনিং সেক্টরে মাইনিং রিলেটেড কোন ডিপার্টমেন্ট চাও্যা হয় না।তাহলে কি দরকার সরকারের এত টাকা নষ্ট করে ডিপার্টমেন্ট চালানোর।বন্ধ করে দেয়া হোক ডিপার্টমেন্ট গুলো।এতে আর কিছু না হোক ছাত্র-ছাত্রীরা মিছে আশা পাও্যা বন্ধ হবে এবং দুশ্চিন্তা মুক্ত হবে।
আমরা বলছি না যে নিয়গ বিজ্ঞপ্তিতে অন্য ডিপার্টমেন্ট চাওার দরকার নেই।আমরা শুধু এটা বলছি মাইনিং সেক্টরে মাইনিং ডিপার্টমেন্ট চাওা হোক,তারা তাদের নিজ যোগ্যতায় চাকরি নেবে।
কেননা বেসরকারি সেক্টর মাইনিং ডিপার্টমেন্ট চায় না।তারা অনেকেই জানেই না এটা কি ডিপার্টমেন্ত.
আমাদের দাবিগুলো হচ্ছে মাইনিং অ্যান্ড মাইন সার্ভে উল্লেখ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ,বিভিন্ন খনিতে উপসহকারি প্রকৌশলী হিসেবে নিয়োগ,গ্যাস ফিল্ড সমুহে নিয়োগ,বেসরকারির ক্ষেত্রে Mechanical Sector এ নিয়োগ এর ন্য ব্যবস্থা করা যাতে যারা সরকারি চাকুরি পাবে না,তারা কিছু করে খেতে পারে।
উচ্চশিক্ষার ক্ষেত্রে Chittagong University of Engineering Technology(CUET),Jessore University of Science & Technology(JUST),Shahjalal University of Science & Technology তে Petroleum & Mining Engineering রয়েছে,যেগুলো কোটাভিত্তিক ভর্তির ব্যবস্থা করা যেতে পারে।কোটাভিত্তিক ভর্তির ব্যবস্থার কথা বলার কারন,Intermediate Syllabus এবং Diploma in Engineering Syllabus ভিন্ন প্রক্রিতির্।
অথবা Diploma Engineer দের উচ্চশিক্ষার একমাত্র বিশ্ববিদ্যালয় Dhaka University of Engineering & Technolog(DUET) তে Petroleum Engineering প্রস্তাবিত রয়েছে ত পাশ করার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পড়ার সুযোগ করে দেয়া অথবা Mechanical Engineering এ ভর্তি পরিক্ষা দেয়ার সুযোগ করে দেয়া।যেমন্টি অন্য Department এর ছাত্র-ছাত্রীরা পায়। ২০১০ প্রবিধানে আমাদের ডিপার্টমেন্ট এ Mechanical এর ৯ টি কোর্স পড়ানো হয়েছে।
পূর্বের শিক্ষার্থীরা অধ্যক্ষের মাধ্যমে আমাদের সমস্যা সমাধানের জন্য সরকারের উচ্চ মহলে একাধিকবার চিঠি দিয়েছে,কিন্তু কোন সাড়া পাও্যা যায়নি।
Diploma-in Engineering(Duration: 4 Years)
Mining & Mine Survey Technolog(93)
Bogra Polytechnic Institute,Bogra
Bangladesh Technical Education Board(BTEB),Dhaka
www.bteb.gov.bd , http://www.techedu.gov.bd
Technology : Mining & Mine Survey
Technology Code: 93
Regulation :2010
Session :2010-11
Mining & Mine Survey Technology তে পঠিত Mining Technology এর বিষয় সমূহ:
Element’s of Petroleum & Mining Engineering (9311)
Geology (9321)
Mineralogy and Mineral Resource of Bangladesh (9331)
Mine Surveying (9341)
Rock Mechanics (9342)
Exploration Geology (9351)
Drilling And Blasting (9352)
Open-pit And Placer Mining Technique (9353)
Underground Mining Technique (9354)
Mine Machinery And Maintenance (9361)
Mine Safety Rules And Rescue Operation (9362)
Mine Transport System (9363)
Mine Planning And Designing (9364)
Reservoir Engineering (9371)
Petroleum Well Design & Completion (9372)
Processing of Mineral’s (9373)
Geo-resource Engineering Project (9374)
প্রবিধানে Mining & Mine Survey Technology তে পঠিত Mechanical Technology এর বিষয় সমূহ:
Basic Workshop Practice (7011)
Machine Shop Practice (7042)
Applied Mechanics (7043)
Hydraulic & Hydraulic Machinery (7046)
Strength of Materials (7061)
Metallurgy & Heat Treatment of Metals (7058)
Thermodynamics & Heat Engine (7065)
Machine Design (7071)
Production planning & Control (7074)
General Education Related Subject:
English-1 (5712)
Mathematics-1 (5911)
Chemistry (5913)
English-2 (5722)
Physics-1 (5912)
Mathematics-2 (5921)
Math-3 (5931)
Physics-2 (5922)
Social Science-1 (5811)
Bangla (5711)
Social Science-2 (58821)
Business Organization And Communication (5841)
Book Keeping And Accounting (
Various Department
Engineering Drawing (1011)
Physical Education & Life Skill Development (5812)
Basic Electricity (6711)
Engineering Materials (1012)
Computer Application-1 (6621)
Basic Electronics (6811)
Computer-2 (6632)
Environmental (5840)
Industrial Management (5852)
Entrepreneurship (5853)
Total Subjects Quantity:
Mining Related Courses : 17 Subjects
Mechanical Related Courses : 9 Subjects
General Education Related Courses: 13 Subjects
Other Courses (Mixed) : 10 Subjects
Total Courses : 49 Subjects
Per Semister : 7 Subjects
7 Semisters × 7 Subjects : 49 Subjects
8th Semister : Industrial Training
Technology Code & Subject Code:
Subject Code of Mining : 93
Subject Code of Mechanical : 70
Subject Code of Science (Physics,Chemistry,Mathematics): 59
Subject Code of Bangla & English : 57
Subject Code of Commerce & Arts : 58
Subject Code of Computer : 66
Subject Code of Electrical : 67
Subject Code of Electronis : 68
Subject Code of Others : 10
২| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১
রায়হান চৌঃ বলেছেন: ভাই.... সিভি তে আপনাদের কি কি পড়ানো হয়েছে তা ভালো ভাবে উল্লেখ করে নিন্ম লিখিত ঠিকানা গুলোর জব পোর্টাল এ সাবমিট করতে থাকেন , বাংলাদেশ থেকে কিছু আশা করবেন তো পু.. মারা খাইবেন।
www.slb.com
www.halliburton.com
www.bakerhughes.com
ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:১১
সরলপাঠ বলেছেন: কলেজ প্রিন্সিপালকে বলুন আপনাদের কারিক্যুলাম সহ সব মাইনিং রিলেটেড কোম্পানীর মানব সম্পদ বিভাগকে চিঠি দিতে। চাইলে গ্রাজুয়েটদের (ডিপ্লোমাদের) একটি তালিকাও সাথে দেয়া যেতে পারে। আশা করছি এতে দ্রুত কাজ হবে।