নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু জিনিস সারা জীবন ই ভালো লাগে... ভালো লাগে একা রাস্তায় হাটতে। আর ভালো লাগে কস্টের সব অতীত মনে করে সুখী হওয়ার মিথ্যে অভিনয়ে সারা রাত কাটিয়ে দিতে। কে বলে অতীত মানুষ কে কাঁদায় অতীত যদিও কাঁদায় তবুও অতীত মনে করে গান শুনতে ভালোই লাগে। জীবন কখনো একরক

সালমান আল নাফিস

www.facebook.com/salman.alnafis

সালমান আল নাফিস › বিস্তারিত পোস্টঃ

এইডা কুন ধরনের কতাবার্তা ম্যান!!!?

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩

"দুই একটা প্রশ্নপত্র ফাঁস হতেই পারে, ছাত্র-ছাত্রীরা সে দিকে চোখ কান না দিলেই তো হয়" - মাননীয় শিক্ষামন্ত্রী নাহিদ টাকলা।
বর্তমানে অনুষ্টিতব্য JSC পরীক্ষা নিয়ে মন্ত্রির মহান বক্তব্যের একাংশ এটা।
মানে বিড়ালের সামনে মাছ দিয়ে বলছে-"এ বিড়াল.. মাছ খাস না যেন "
........
তাহলে আমার মতে....
পরিক্ষা দিলেই তো ফেল করার সম্ভাবনা থাকে, আর ফেল করলেই তো আত্মহত্যা করার সম্ভাবনা থাকে। তাইলে পরিক্ষা পদ্ধতি বাদ দিলেই তো পারেন।
.
কেউ আমারে বালিস দিয়া পিডায়া মাইরালা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮

অভ্রনীল হৃদয় বলেছেন: একমত আপনার সাথে। তবে যাই বলুন না কেনো বাংলাদেশ যে ডিজিটাল হচ্ছে তা ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছে সরকার।

২| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৩

কবি এবং হিমু বলেছেন: ভাই সরকারের নাকি টাকার অভাব পড়ছে ।তাই তারা বিদেশি মাল খেতে মানে পান করতে পারে না।রাবিশ মাল আর চাচা নাহিদ ২টাই তো আমাদের সিলেটের কুলাঙ্গার।মালে এতোদিন চা বাগানে গিয়ে বাগানিদের হাতে বানানো বাংলা পানি টানছে এখন মনে হয় নাহিদ চাচা ও বাগানে যাওয়া শুরু করছে।ভাই আমি কোন দলের সাথে জড়িত না।সিলেটের সন্তান বলে বলছি এই রাবিশ মাল ২টা সারা সিলেটবাসিদের নাম ডুবাইছে

৩| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৬

চাঁদগাজী বলেছেন:


অপ্রয়োজনীয় আলাপ

৪| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩

প্রামানিক বলেছেন: কেউ আমারে বালিস দিয়া পিডায়া মাইরালা।
হে হে হে -- - --

৫| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

চলন বিল বলেছেন: শিক্ষামন্ত্রী নাহিদ টাকলা অত্যন্ত সজ্জন ব্যক্তি, মাঝে মধ্যে বোতল টেনে উল্টাপাল্টা বক্তব্য দেন, আপনারা উনাকে ক্ষমা করে দেবেন। দোষতো উনার না, ওই বোতল খাওয়ার দোষ

৬| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: ঠিক বলেছেন| হাতখুলে নাম্বার দেয়ার চেয়ে পরীক্ষা না নেয়া ভাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.