নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু জিনিস সারা জীবন ই ভালো লাগে... ভালো লাগে একা রাস্তায় হাটতে। আর ভালো লাগে কস্টের সব অতীত মনে করে সুখী হওয়ার মিথ্যে অভিনয়ে সারা রাত কাটিয়ে দিতে। কে বলে অতীত মানুষ কে কাঁদায় অতীত যদিও কাঁদায় তবুও অতীত মনে করে গান শুনতে ভালোই লাগে। জীবন কখনো একরক

সালমান আল নাফিস

www.facebook.com/salman.alnafis

সালমান আল নাফিস › বিস্তারিত পোস্টঃ

হায়রে ভালোবাসা

১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১৫

সত্যি বলছি রে দস্ত,
"ভালবাসা" নামের শুধু শব্দই আছে, এছাড়া আর কিছুই নেই!
হুম, একটুখানি অনুভূতি আছে। কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে সেই অনুভূতিতেও ভাটা পড়তে থাকে!
এই ক্ষুদ্র জীবনে অনেককেই "ভালবাসি, ভালবাসি" বলে রামছাগলের মত চিল্লাইতে দেখেছি। কিন্তু সেই "ফ্যান্টাসি-টাইম" কেটে যাওয়ার পর হয় প্রেমিকা নয়তো সে নিজেই পশ্চাদদেশ দেখিয়ে বিপরীতে পথ ধরেছে!
.
তারপর!?..
তারপর চোখের পানি, নাকের পানি একসাথে করে ডাহুক পাখির মত দিনরাত বিরহে আশপাশের বন্ধু-বান্ধবিদের কান ঝালাপালা করে ফেলে!
আর তাদের মূলমন্ত্র তখন একটাই, "ভাই, আমার দোষটা কি ছিল!?"
আর অন্যপ্রান্তের মানুষটি খুব ভালো থাকে!.........................!!
.
আমি ভালো আছি! আপনি ভালো আছেন তো!?

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৬

রাইসুল ইসলাম রাণা বলেছেন: ব্যাপক অভিজ্ঞতা!

২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫২

মুরাদ আহম্মদ খাঁন বলেছেন: আমি ভালো আছি...........
আপনি ভালো আছেন তো ?

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২০

সাখাওয়াৎ৩১১২ হোসেন বলেছেন: very nice
Economiccar

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.