নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানপিপাসুদের স্বাগতম।

মানুষের মাঝে জ্ঞান ছড়িয়ে দিতে চাই।চাই সবাই ভালো থাকুক।

সালমান হিরন

সবার আগে নিজেকে বদলাতে চাই।তারপর চাই মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে,তারপর পুরো দেশকে।

সালমান হিরন › বিস্তারিত পোস্টঃ

একটি নাটকের আইডিয়া

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

বাবা মার সাথে সন্তানের মতের পার্থক্যঃ



-পেশা নির্বাচনে



-সঙ্গী নির্বাচনে



শেষমেশ সন্তান হাতে নেয় মাদক।



মাদকের সাবকন্সাস লেভেলে থাকাতেই লাভ আর শান্তি খুজে নেয় সন্তান



ওখান থেকে বেরিয়ে আসা সেলফ হিপ্নসিস বা মেডিটেশন ছাড়া আদৌ সম্ভব নয়(ব্যাক্তিগত মতামত)।

সেটা সেখাবে কে?



মোশাররফ করিম হলে খারাপ হয়না।বাবা মার জন্য একটা আধা ঘণ্টার নাটকে কিছু টিপস দিলেন



উপকারটা হবে পুরো দেশব্যাপী



মালয়সিয়ার মতো দেশটা হুট করে চেইঞ্জ করা সম্ভব



নাটকে আরও দেখানো হবে দি সিক্রেট মুভির কিছু ক্লিপিংস

ফারুকি ভাইকে ফোন দিয়েছিলাম।

ভালো একটা সমাজ সংস্কারকইয় নাটক বানালে কেমন হয়?



আপনাদের সহযোগিতা কামনা করছি।

আসুন দেশের জন্য হাতে হাত রাখি।

একটা নাটক বানাতে বেশি হলে দেড় লাখ টাকা লাগে

নিজেরা টাকা উঠিয়ে নিজেরাই নাহয় অভিনয় করলাম

কি বলেন আপ্নারা?









মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: সচেতন পোস্টে ধন্যবাদ

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১০

সালমান হিরন বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু ।আসুন কিছু একটা করি।কাউকে না কাউকে দেশটার হাত ধরতেই হবে।শুধুই রাজনিতিবিদ্রা কিছু করতে পারবেনা। তাদের-ই তো দৃষ্টিভঙ্গি শেখাতে হবে

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২০

বেলা শেষে বলেছেন: "মাদক নিয়ে নাটক" - এটি সাইকোলজিক্যালি নেগেটিভ ইমপেক্ট ফেলবে তরুন সমাজের উপর।

চিন্তার খোরাক আছে, মাথা-খাটানো, বুদ্ধিবৃত্তিক, শিক্ষামুলক কিছু করা যায় - যা তরুন সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করতে পারে।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০

সালমান হিরন বলেছেন: হ্যাঁ,সেরকম কিছুই করতে চাচ্ছি।
জাস্ট আপনাদের মানসিক সাপোর্ট টা চাচ্ছি বেলা ভাই.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.