নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানপিপাসুদের স্বাগতম।

মানুষের মাঝে জ্ঞান ছড়িয়ে দিতে চাই।চাই সবাই ভালো থাকুক।

সালমান হিরন

সবার আগে নিজেকে বদলাতে চাই।তারপর চাই মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে,তারপর পুরো দেশকে।

সালমান হিরন › বিস্তারিত পোস্টঃ

একটা প্রকাশনী দিতে চাচ্ছি।সমমনা বন্ধু আবশ্যক

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৫









একটা প্রকাশনী দিতে চাচ্ছি।সমমনা বন্ধু আবশ্যক



বই মেলায় এবারই প্রথম বই বের হয়েছে আমার।বই বের করতে গিয়ে অভিজ্ঞতা হল যেঃ বই বের করতে খুব একটা বেশি টাকা লাগেনা।বাংলাবাজার থেকে ট্রেসিং,প্লেতিং প্রিন্টিং বিভিন্ন জায়গা থেকে পর্যায়ক্রমে করিয়ে নিতে হয়।



আগ্রহী বন্ধুরা যোগাযোগ করুন।

০১৬৭০৭০০২৮৯

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২১

ডা: আহমাদ যায়নুদ্দিন সানী বলেছেন: প্রকাশ তো সমস্যা না, সমস্যা বিক্রয়। বই মেলায় স্টল দিলে কিছু বিক্রি হয়, এরপরে কিভাবে করবেন? তারপরও শুভ কামনা

২| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৭

মু.আ. গাফ্‌ফার বলেছেন: আমিও কিছুটা লেখালেখিরর সাথে সম্পৃক্ত । এবারের বইমেলাতে আমারও একটা বই বের হয়েছে । সর্বমোট আমার ২টি বই প্রকাশিত হয়েছে একুশে বইমেলায় , একটি উপন্যাস এবং আরেকটি শিশুতোষ কবিতার বই । এগুলো প্রকাশ করতে গিয়ে আমারও কিছু অভিজ্ঞতা হয়েছে । আমিও স্বপ্ন দেখি সমমনা কেউ হাত বাড়ালে আমরা নিজেরাই করব আমাদের কাজ । আমাদের সৃষ্টির সাথে আরো অনেককেই সম্পৃক্ত করবো আমাদের পতাকা তলে । আমি আপনার সাথে কাজ করতে ইচ্ছুক ।


মুহাম্মাদ আবদুল গাফফার
মোবাইল: ০১৯১৫৯১৩২০১

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.