নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হরিৎক্ষেত্র

সালমান হায়দার

মুক্ত পুরুষ

সালমান হায়দার › বিস্তারিত পোস্টঃ

তফাৎ!

১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১১

তোমার আমার জন্য যারা
দিবস রজনি নিদ্রাহারা
তাদের গোপন পকেটগুলো
ধন-ধান্যে পুষ্পে ভরা।

তোমার আমার ঘামের মুল্য
চেঁচিয়ে যখন করছি দাবি
তখন তাদের হাতের মুঠোয়
জমছে নতুন গাড়ির চাবি।

চলছে তাদের বিলাশবিহার
কালো গ্লাসের সাদা জীপে
স্তব্ধ ট্রাফিক তখন মোদের
মারছে সময় গলা টিপে।

তুমি আর আমি মরছি যখন
পানিতে ডুবে, চাকায় পিষে
পত্রিকা, টিভি, বেতার তখন
মত্ত তাদের কথার বিষে।

তোমার আমার সন্তানেরা
নূহ্য যখন বইএর ভরে
তাদের কাঁচারা নিউইয়ার পার্টিতে
ফরেন বোতলে চিয়ার্স করে।

তাদের হার্টের আর্টারী যখন
রিং পরছে বামুনগ্রাদে,
আমরা তখন তাড়াই মাছি
মেডিকেলের বারান্দাতে।

তোমার আমার অশ্রু যখন
শুকিয়ে শুকিয়ে জমছে গালে
তখন কিছু আস্ত মুরগি
রোস্ট সেজেছে তাদের থালে।

তোমার থুথু আমার থুথু
মিশিয়ে ছিটাই তাদের মুখে,
জাগুক তারা দেশের তরে
আমরা একটু ঘুমাই সুখে।

____সালমান হায়দার।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

জেন রসি বলেছেন: ঠিক এমনটাই হচ্ছে।

চমৎকার।

++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.