নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা রুহী

সালমা রুহী › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার মৌরি

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

মৌ আর রিবন একজন আরেকজনকে পাগলের মত ভালবাসে।।
প্রথম যেদিন ভালবাসার শুরু, সেদিন থেকে আজ অব্ধি ভালবাসার কোন কমতি নাই।।
তাদের ভালবাসার শেষ পরিনতি দুই পরিবারের সম্মতিতে বিয়ে।...!!
দু'জনের খুব ইচ্ছা ছিলো বছরের এমন একটা দিনে বিয়ে করবে, যে দিনটা প্রতি বছর সারা বিশ্ব পালন করবে..!!
সেই দিনটা ভালবাসা দিবস ছাড়া আর কি হতে পারে..!!
"বিয়েটা স্মরণীয় করে রাখতে বিয়ের কার্ড থেকে শুরু করে গায়ে হলুদ, বিয়ে, বউ ভাত, মেহমান দাওয়াত সব নিজেদের মত করে করলো।"
পরিবারও ছাড় দিলো বিয়েটা তাদের নিজেদের মত করে করার।।
মৌ রিবনকে সহযোগিতা করলো রিবনের ছোটবেলার বন্ধু সাব্বির আর রাশেদ।। তারা তিন জন একসাথে খেলে, পড়াশুনা করে বড় হয়েছে।। শুধু বিয়ের দিকটায় দুজন পিছিয়ে গেলো..!!
হানিমুন স্পন্সর করলো সাব্বির আর রাশেদ..।
কক্সবাজার যাওয়া আসার টিকেট, থাকা খাওয়া সব......!!
রিবন আগে কক্সবাজার গিয়েছে কিন্ত মৌ এই প্রথম।।
"সমুদ্রসৈকতে গিয়ে মৌ অবাক হয়ে যায়....চারিদিকে শুধু পানি আর পানি.......!!"
বড় বড় ঢেউ পায়ের কাছে আছড়ে পড়ছে.....মৌ রিবনকে বললো, "প্রতি বছর ভালবাসা দিবসে আমাকে এখানে নিয়ে আসবা।"
"অবশ্যই" বলেই রিবন মৌকে শক্ত করে জড়িয়ে ধরলো...যেন ছাড়লেই মৌ হারিয়ে যাবে.....
হানিমুন শেষে বাড়ী ফিরলো, তাদের ভালবাসা দিন দিন বেড়েই চলছে।।
তাদের ভালবাসার বাড়াবাড়ি দেখে একদিন রাশেদ রিবনকে ঠাট্টা করে বললো, "দেখ বউকে এত বেশী ভালবাসিস না, বেশী আদরের জিনিস হারিয়ে যায়...!!"
রিবনের সেকি হাসি বলে, "আঙ্গুর ফল টক, বিয়ে করোনি তো, তাই হিংসে হচ্ছে.....!!"
বেশ সুখেই যাচ্ছিলো মৌ আর রিবনের সংসার......।
বেশ কিছুদিন ধরে মৌ এর শরীর ভালো যাচ্ছে না, কিছু খেতে পারে না, বমি আসে, জ্বর সাথে কোমর ব্যাথা আছে, মৌ এর চোখের নীচে কালি পড়ে গেছে.....
রিবন ও মৌ এর পরিবার খুব খুশি, পরিবারে নতুন মেহমান আসছে......
প্রেগ্নেন্সি টেস্ট এর রিপোর্ট নেগেটিভ....।
তাহলে কি মৌ অসুস্থ!!!
মৌকে ডাক্তার কিছু টেস্ট দিলেন, টেস্ট গুলো করে রিবন মৌকে বাসায় রেখে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেলো।।
ডাক্তার রিপোর্ট দেখে বললেন, "আপনার স্ত্রীর কিডনিতে পাথর হেয়েছে....!! অপারেশন করালে ভাল হয়ে যাবে,,,নাহয় বাচ্চা কনসিভ করলে জটিলতা বাড়বে। চিন্তার কোনো কারণ নেই বয়স কম রিকভার করতে সময় লাগবে না......।"
রিবনের শরীর একটু একটু কাঁপছে...সে তার কানকে বিশ্বাস করতে পারছে না...তার মৌ.....!!
বাসায় আসার পর মৌ জিজ্ঞেস করলে, রিবন অন্য দিকে তাকিয়ে বললো, "তেমন কিছু না, ছোট একটা অপারেশনে তুমি সেরে যাবে।।"
মুখটা অন্য দিকে ফিরিয়ে রাখাতে, মৌ রিবনের চশমার নীচে ভেজা চোখগুলো দেখতে পেলো না।।
রাশেদ আর সাব্বিরের রক্তের গ্রুপ কাকতালীয় ভাবে মিলে গেলো, ডোনার রেডি।।
মৌ এর অপারেশন চলছে...রিবনের বাবা মা, মৌ এর বাবা মা হাসপাতালের রিসেপশনে বসে আল্লাহকে ডাকছেন।।
রিবন সাব্বিরের কাঁধে মাথা রেখে অঝোরে কাঁদছে আর বলছে, আমার মৌ...আমার মৌ......
রাশেদ রিবনের চোখ থেকে চশমাটা খুলতে খুলতে বললো, "ব্যাটা তখনি বলেছিলাম বউকে এত ভালবাসিস না, পরে কষ্ট পাবি।।"
রাশেদের বলা বাকি কথাটা রিবনের মনে পড়ে গেলো,"
বেশি আদরের জিনিস হারিয়ে যায়.....।"
রিবন বাচ্চাসুলভ আকুতি চোখে নিয়ে রাশেদ কে বললো, "আমি মৌ কে না ভালবাসলেই তো আর মৌ এর কিচ্ছু হবে না!!!!"
রিবন বিড়বিড় করে বলতে লাগলো, আমি মৌ কে ভালবাসি না..আমি মৌকে ভালবাসি না....।" হাসপাতালের নীরবতাকে খান খান করে দিয়ে রিবন চিৎকার করে উঠলো, "মৌ আমি তোমাকে প্রচন্ড ভালবাসি...প্রচন্ড ভালবাসি....!!"

মৌ রিবনের ডাক সমুদ্রের ঢেউ এর সাথে ফিরে ফিরে আসছে,,, মৌ....রি, মৌ...রি।।
মৌ রিবনের ভালবাসার ফসল পাঁচ বছরের ফুটফুটে মৌরি সমুদ্রসৈকতে লাল কাঁকড়ার পিছেন দৌড়চ্ছে..।
রিবন তার কথা রেখেছে, প্রতি বছর ভালবাসা দিবসে সে মৌকে নিয়ে সমুদ্রসৈকতে আসে......।
আজ ভালবাসা দিবসেও এর ব্যতিক্রম হয়নি......!!
মৌ রিবন একদিন এই সুন্দর পৃথিবীতে থাকবে না...সেদিন তাদের নাম তাদের ভালবাসার মৌরির মাঝে বেঁচে থাকবে....".মৌ এর মৌ,,,রিবনের রি....মৌরি..!!"

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

জোকস বলেছেন: ব্লগে স্বাগতম।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫০

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

মাআইপা বলেছেন: খুব সুন্দর হয়েছে। মৌরি সহ মৌ রিবন সুখে থাক।
ধন্যবাদ।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫২

সালমা রুহী বলেছেন: স্বাগতম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.